রাজ্যের খবর

প্রেম করে বিয়ের ৮ মাসের মধ্যে খুন গৃহবধু, তদন্তে পুলিশ

Housewife killed within 8 months of marriage for love, police investigating

The Truth Of Bengal : বাবলু প্রামানিক, দক্ষিণ ২৪ পরগনা : গৃহবধুর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থানার সিংহের চক গ্রামে। মৃত গৃহবধুর নাম প্রতিভা মন্ডল। প্রতিভা মন্ডল এর বাড়ির পক্ষ থেকে অভিযোগ, তাদের বাড়ির মেয়ে বিসক্রিয়ায় মারা গেছে। আর এই বিষক্রিয়ায় মারা যাওয়ার পিছনে বড় ভূমিকা রয়েছে তাদের পরিবারের। তবে কি কারণে মারা গেছে? এই মুহূর্তে পরিষ্কার নয়। মৃতদেহ ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ কি।

গত ৮ মাস আগে মন্দিরবাজার ব্লকের চৌঘরী গ্রামের সুদীপ মন্ডলের সঙ্গে ভালোবাসা করে বাপের বাড়ি ছেড়ে পালিয়ে যান এই গৃহবধূ। অভিযোগ তারপর থেকে পেশায় পাইলিং এর শ্রমিক সুদীপ ও তার পরিবারের লোকজন বাপের বাড়ি থেকে বিভিন্ন দাবী দেওয়া আনার জন্য মানসিক ও শারীরিক নির্যাতন করে। গতকাল রাতে প্রতিভা দেবীর শ্বশুরবাড়ি থেকে খবর আসে যে তাদের মেয়ে বিষ খেয়েছে। রাতে শ্বশুর বাড়ির লোকজন তাকে নিয়ে রায়দিঘি হাসপাতালে যায় পর তিনি মারা যান। রায়দিঘি থানার পুলিশ মৃতদেহ থানাতে এনে ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছেন। মৃতার পরিবার কান্নায় ভেঙে পড়েছেন। দোষীদের শাস্তির দাবিতে বারে বারে সরব হয়েছেন তার মা ও তার দিদি।।

Related Articles