রাজ্যের খবর

ছুটির আবেদন করতে সরকারি কর্মচারীদের এবার অনলাইনই ভরসা

Government employees now rely online to apply for leave

The Truth Of Bengal: হাতে লেখা দরখাস্ত এবার অতীত। রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য শুরু হল নতুন এক নিয়ম। অর্থাৎ, এবার থেকে রাজ্যের সরকারি কর্মচারীদের ছুটির জন্য আবেদন করতে হলে অনলাইনে আবেদন করতে হবে।

শুক্রবার অর্থ দপ্তরের তরফ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে জানান হয়, রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের ক্যাজুয়াল লিভ (সি এল) হোক কিংবা কম্পেনসেটরি ক্যাজুয়াল লিভ (সিসি এল) যেকোনো ছুটির ক্ষেত্রে দরখাস্ত করতে হবে HRMS অর্থাৎ ‘হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম’ এর মাধ্যমে। এই নিয়মটি কার্যকর হবে আগামী এপ্রিল মাস থেকে। এর আগে HRMS পোর্টাল চালুর পর বেশ কিছুদিন ধরে কর্মীরা অনলাইনের মাধ্যমে ছুটির আবেদন করলেও পরবর্তীকালে তা বন্ধ করে পুনরায় লিখিতভাবেই দরখাস্ত জমা করেন। তাই এবার এপ্রিল মাস থেকে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে এই নিয়মটি।

একজন সরকারি কর্মচারী তার অবসর নেওয়ার সময় সর্বোচ্চ ৩০০ দিনের ছুটির বেতন পেতে পারেন। এদিকে নবান্ন সূত্রে খবর, অফলাইনে ছুটির আবেদন জমা পড়ার কারণে ছুটির হিসেবেও গরমিল হচ্ছে। ছুটির হিসেব ঠিকমত না থাকার কারণে এর সুযোগ নিয়ে অবসরের সময় এই খাতে বেশি টাকা কেউ কেউ পেয়ে যাচ্ছেন। তাই ছুটি সংক্রান্ত অন্যায় রূখতে রাতের অর্থ দফতরের তরফ থেকে এই বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

FREE ACCESS

Related Articles