রাজ্যের খবর
হাঁসফাঁস গরমে নাজেহাল অবস্থা! ৪০ডিগ্রীতে ভয়ঙ্কর পরিস্থিতি আসানসোলে
Gasping in the heat of the situation! Terrible conditions at 40 degrees in Asansol

The Truth Of Bengal : পশ্চিম বর্ধমান, আসানসোল : তীব্র গরমে নাজেহাল রাজ্যবাসী। কয়েক ফোঁটা বৃষ্টির অপেক্ষায় রয়েছেন প্রত্যেকেই। তৃষ্ণার্তরা ভিড় জমাচ্ছে ঠাণ্ডা পানীয় জলের দোকানে।
রাজ্য জুড়ে ফের শুরু হয়েছে তীব্র গরম ও মারাত্মক তাপপ্রবাহ। তীব্র গরমে কার্যত হাঁসফাঁস আসানসোল শিল্পাঞ্চলবাসী। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে তাপমাত্রা। বৃষ্টির কোনও ছিটেফোঁটাও নেই। ফলে তীব্র গরমের দাবোদাহ আসানসোলে। এখন তাপমাত্রা ৪০ডিগ্রী। সাথে বয়েছে গরম হাওয়া। এলাকার মানুষেরা ভীড় জমাচ্ছেন ঠান্ডা পানীয়ের দোকানে। আট থেকে আশি, সকলেই তাকিয়ে আছেন আকাশের দিকে। চাতক পাখির মতো বৃষ্টির আশায় চেয়ে রয়েছে সবাই।