
Truth Of Bengal: ফের লোকাল ট্রেনে আগুন আতঙ্ক। হাসনাবাদ শিয়ালদহ শাখার সণ্ডালিয়া স্টেশনে ট্রেন ঢোকার মুহূর্তেই মহিলা কামরায় আগুন লক্ষ্য করে যাত্রীরা। আপ ছটা চল্লিশের ট্রেনে আগুন দেখতে পাওয়া যায়। যাত্রীদের চেঁচামেচিতে ট্রেন দাঁড়িয়ে পড়ে স্টেশনে। এরপর চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন।
কী করে আগুন লাগল, তা দেখতে ঘটনাস্থলে যান রেল আধিকারিকরা। তাঁরা পরীক্ষা করে দেখেন, চাকার সঙ্গে ব্রেকের সংঘর্ষে আগুন জ্বলেছে। তা বড় কোনও বিপদ নয় বলে আশ্বাস দেওয়া হয় রেলের তরফে। যদিও এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ স্টেশনে দাঁড়িয়েছিল লোকাল ট্রেন। ফলে, শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ব্যাহত হয় ট্রেন চলাচল।
জানা যায়, সকাল ৬.৪০-এর শিয়ালদহ-হাসনাবাদ লোকাল। শিয়ালদহ থেকে হাসনাবাদ আসার পথে সন্ডালিয়া ও বেলিয়াঘাট স্টেশনের মাঝের জায়গায় যাত্রীদের নজরে পড়ে, দুই কামরার মাঝখানের কেবল থেকে আগুন জ্বলছে। আতঙ্কে ছড়ায় যাত্রীদের মধ্যে। চিৎকার করে তাঁরা চালকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। সন্ডালিয়া স্টেশনে ট্রেনটি ঢুকতেই চালক থামিয়ে দেন। সঙ্গে সঙ্গে নেমে পড়েন যাত্রীরা। খবর পাঠানো হয় রেলে। আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা করেন।