রাজ্যের খবর
সুন্দরবনে পরপর দুটি বাড়িতে অগ্নিকাণ্ড,সর্বস্ব হারিয়ে অসহায় দুই পরিবার
Fire incident in Sundarbans

The Truth of Bengal: সুন্দরবনে পরপর দুটি বাড়িতে আগুন। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার মঠবাড়ী এলাকায়। মনোরঞ্জন সরদারের বাড়িতে শনিবার ভোররাতে হঠাৎই আগুন জ্বলতে দেখা যায়, সেই আগুনের ফুলকি থেকে পাশের একটি বাড়িতে আগুন ধরে।
আগুনে ভস্মীভূত হয়ে যায় দুটি ঘর ও একটি বাইক এবং বেশ কয়েকটি হাঁস মুরগি। আগুন দেখে তড়িঘড়ি এলাকার মানুষ ছুটে এসে পাশের পুকুর থেকে জল তুলে নেভানোর চেষ্টা করলেও তা বিফলে যায়। এলাকার মানুষের দাবি,সুন্দরবন লাগোয়া প্রত্যন্ত এলাকায় কোন “ফায়ার স্টেশন নেই ।
তাই কোথাও বা কারুর বাড়িতে আগুন লাগলে, তারা সর্বস্ব হারিয়ে পথে বসতে হয়। তাই তাদের দাবি এলাকায় একটি “ফায়ার স্টেশনের ব্যবস্থা করা হোক । তাহলে আর এলাকার মানুষের আর পথে বসতে হবে না। ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা।