দিলীপ ঘোষ ‘গো ব্যাক’ স্লোগান মহিলাদের, ধুন্ধুমার কাণ্ড দুর্গাপুরে
Dilip Ghosh 'Go back' slogan for women, Dhundhuma incident in Durgapur

The Truth of Bengal: দুর্গাপুরে দিলীপ ঘোষকে নিয়ে ‘গো-ব্যাক’ স্লোগান মহিলাদের। যা নিয়ে সোমবার সাতসকালে উত্তেজনা ছড়ায় দুর্গাপুরে। এদিন সকালে দুর্গাপুরের ফুলঝোড় মোড়ে ‘চায়ে পে চর্চা’ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। হঠাৎই সেই সময় বেশ কিছু মহিলা সেখানে এসে ‘দিলীপ ঘোষ দূর হাটো’ বলে স্লোগান দিতে থাকেন। পাল্টা বিজেপি কর্মীরাও স্লোগান দিতে থাকেন। যা নিয়ে সেখানে উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে আসে দুর্গাপুর ও নিউটাউনশিপ থানার পুলিশ। সামাল দেয় বিক্ষোভ।
এদিন ফুলঝোড়ে ‘চায়ে পে চর্চা’য় যোগ দিতে আসা দিলীপের কাছে যান কিছু মহিলা। কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে তাঁর কাছে অভিযোগ জানাতে যান তাঁরা। ওই মহিলাদের অভিযোগ, তাঁদের কোনও কথা শুনতে চাননি দিলীপ। তাতে ক্ষুব্ধ হয়ে উঠে মহিলারা দিলীপ ঘোষকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন। এরপর স্থানীয় বিজেপি কর্মীরা পালটা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকেন। যা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরে পুলিশ পরিস্থিতি সামাল দেয়।
কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর কথা বলেছিলেন দিলীপ ঘোষ। যা নিয়ে শোরগোল পড়ে যায়। কমিশনে নালিশ জানায় তৃণমূল। কমিশন শো-কজ করে দিলীপকে। মুখম্যন্ত্রীকে কেন এমন আপত্তিকর কথা বলা হয়েছে? এই প্রশ্ন তুলে বিভিন্ন জায়গায় মহিলারা বিক্ষোভ দেখাতে থাকেন। দুর্গাপুর থানায় এক মহিলা দিলীপের নামে অভিযোগ দায়ের করেন। সেই ঘটনার রেশ মিলতে না মিলতেই এদিন দিলীপকে শুনতে হল ‘গো-ব্যাক’ স্লোগান।