রাজ্যের খবর

ব্যবসায়ীর বাড়িতে কাস্টমসের হানা! উদ্ধার কয়েকশো কেজি রুপোর বাট সহ লক্ষাধিক নগদ টাকা

Customs raid businessman house in baruipur

The Truth of Bengal: ব্যবসায়ীর বাড়িতে কাস্টমসের হানা। উদ্ধার ১৭০ কেজি রুপোর বাট ও নগদ ৩০ লক্ষ টাকা। বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ হঠাৎই বারুইপুর পৌরসভার 15 নং ওয়ার্ডের উকিল পাড়াতে কাস্টমসের আধিকারিকরা হানা দেয়। বারুইপুর উকিল পাড়ার শৈলেন বৈদ্য নামে ব্যবসায়ীর বাড়িতে কয়েক ঘন্টা ধরে চলে অভিযান।

শৈলেন বিশ্বাসের বড়বাজারে একটি রুপোর পাইকারি দোকান আছে। তাঁর বাড়ি থেকেই উদ্ধার হয়েছে ১৭০ কেজি রুপার বাট ও ৩০ লক্ষ টাকা নগদ। যার কোন বৈধ নথিপত্র দেখাতে পারেনি ব্যবসায়ী শৈলেন বৈদ্য। কাস্টমসের আধিকারিকরা ব্যবসায়ী শৈলেন বৈদ্য ও তার ছেলে প্রবীর বৈদ্য কে আটক করে বারুইপুর থানায় নিয়ে আসে।

তারপর তাঁদেরকে নিয়ে কাস্টমসের স্টান্ড রোডের অফিসে রওনা দেয় কাস্টমস অফিসাররা। মৃলত তাঁকে জেরা করার জন্য হেফাজতে নিয়েছেন সিবিআই আধিকারিকরা। কাস্টমসের আধিকারিকদের দাবি, ব্যবসায়ী শৈলেন বৈদ্যের বিরুদ্ধে অবৈধভাবে রুপো আমদানির অভিযোগ রয়েছে।

Free Access

Related Articles