আদিবাসীদের জমি নিয়ে বেনিয়ম বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Chief Minister issues stern warning against irregularities in tribal land

Truth Of Bengal: জঙ্গলমহল বা উত্তরবঙ্গে আদিবাসীদের জমি বেদখল হয়ে ওঠার একাধিক অভিযোগ উঠে এসেছে। বিভিন্ন সময়ে এ ধরনের গুরুতর অভিযোগ সামনে আসে। আদিবাসীদের অনেক জমি অবৈধ উপায় অবলম্বন করে দখল করে নিয়েছে অসাধু মাফিয়ারা। এমন অভিযোগ অনেক রয়েছে। আলিপুরদুয়ারের প্রশাসনিক সভা থেকে এই জমি সংক্রান্ত বিষয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রশাসনিক কর্তাদের সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন আদিবাসীদের জমি নিয়ে বেনিয়ম হলে বরদাস্ত করা হবে না। আদিবাসীদের জমি রক্ষায় সরকার আইন করেছে। কারোর বিরুদ্ধে জমি বেআইনিভাবে নেওয়ার অভিযোগ এলে ফৌজদারি মামলাযোগ্য। মুখ্যমন্ত্রী বলেন, আলিপুরদুয়ারে জমির সমস্যা মেটানো হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী প্রশাসনিক কর্তাদের বলেন ঘরে বসে কাজ করলে চলবে না। গ্রামে গ্রামে যেতে হবে।
ঠিকঠাক ভেরিফিকেশন করতে হবে। অনেক ক্ষেত্রেই তা ঠিকঠাক হয়, না সরাসরি অভিযোগ করেন মুখ্যমন্ত্রীর।
বিডিওদের ব্লকে ব্লকে ঘুরে তথ্য সংগ্রহ করতে হবে বলে এদিনের প্রশাসনিক সভা থেকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেন, গাউন্ড লেভেলে ভেরিফিকেশন কম হচ্ছে। সঠিক তথ্য উঠে আসছে না। প্রশাসনের আধিকারিকদের এ বিষয়ে নজরদারি।