বীরভূমে অন্তঃসত্ত্বার দগ্ধ দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়
Burnt body of pregnant woman recovered in Birbhum, Chanchalya area

Truth Of Bengal : বীরভূমের মল্লারপুরে এক অজ্ঞাতপরিচয় অন্তঃসত্ত্বা মহিলার পোড়া দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বুধবার সকালে সাতবেড়িয়ার একটি মাঠে স্থানীয় লোকেরা দেহটি দেখতে পান এবং পুলিশকে খবর দেন। পুলিশ দেহটি উদ্ধার করে এবং জানা গেছে, দেহটি এতটাই পুড়ে গেছে যে তার পরিচয় শনাক্ত করা যাচ্ছে না।
স্থানীয় সূত্রের মতে, মহিলার দগ্ধ দেহ ও গর্ভস্থ সন্তানের হাত-পা দেখে গ্রামবাসী আতঙ্কিত হয়ে পড়েছেন। মহিলার মৃত্যুর রহস্য ঘনীভূত হচ্ছে এবং পুলিশ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে যে মহিলাকে এই মাঠে খুন করা হয়েছে কিনা। দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ আশপাশের এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করে মহিলার পরিচয় জানার চেষ্টা করছে এবং তিনি স্থানীয় কিনা তা নির্ধারণ করছে। পরিচয় জানার জন্য ডিএনএ সংগ্রহের সম্ভাবনা রয়েছে। প্রাথমিক তদন্তে, পুলিশ মনে করছে যে মহিলাকে সাতবেড়িয়ার মাঠে খুন করে পোড়ানো হয়েছে। মল্লারপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে এবং মহিলার পরিচয় জানার চেষ্টা চালিয়ে যাচ্ছে।