কলকাতারাজ্যের খবর
প্রশাসনিক ক্ষেত্রে ফের বড়সড় রদবদল নবান্নের
এসআইআর আবহে প্রশাসনিক এই রদবদল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Truth Of Bengal: জেলাশাসক সহ বেশ কিছু আধিকারিকের বদলের পাশাপাশি ফের বড়সড় রদবদলের পথে হাঁটল নবান্ন। বেশ কিছু থানার ওসি এবং আইসিদের পরিবর্তন করা হল। পশ্চিমবঙ্গে এখন এসআইআর চলছে। প্রথম পর্যায়ের কাজ শেষ হবে ডিসেম্বর মাসের ৪ তারিখ। এসআইআর আবহে প্রশাসনিক এই রদবদল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নিয়মানুযায়ী তিন বছর বা তিন বছরের দোরগোড়ায় থাকা অফিসারদের বদল করতে হবে। নির্বাচন ঘোষণার পর যাতে প্রশাসনিক সমস্যা না হয় তার জন্য এই ধরনের রদবদল বলে মনে করা হচ্ছে। বুধবারের তালিকায় রয়েছে ১৭৫ জনের নাম। যার মধ্যে বেশিরভাগই থানার ওসি বা আইসি রয়েছেন। প্রশাসনের উঁচু পদের রদবদলের পর এবার থানার ওসি বা আইসি বড়দের তালিকা প্রকাশ করা হল প্রশাসনিক স্তর থেকে। সাম্প্রতিক সময়ে এবং এসআইআর চলাকালীন একসঙ্গে ১৭৫ জনের রদবদলের তালিকা প্রশাসন থেকে প্রকাশিত হয়নি।





