রাজ্যের খবর
তীব্র দাবদাহে বারাসাতে পুলিশ সুপারের বড় উদ্যোগ
Barasat Police Superintendent's big initiative in intense controversy

The Truth of Bengal : তীব্র দাবদাহের মধ্যে সবাই রোদ্দুর থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করলেও যারা রাস্তায় দাঁড়িয়ে থাকেন তারা হচ্ছেন পুলিশ। প্রতিনিয়ত রোদ্দুরের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছেন পুলিশ আর তাদের পাশে দাঁড়াতেই মধ্যমগ্রাম ট্রাফিক গার্ডের উদ্যোগে জলছত্রের আয়োজন করা হয ।
মধ্যমগ্রাম চৌমাথাতে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়ঝরিয়া। যে সমস্ত ট্রাফিক পুলিশ হচ্ছে সিভিক পুলিশ রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করেন তাদের উদ্দেশ্যে সামরিক তুলে দেন পুলিশ সুপার। তার সঙ্গে পথ চলতি মানুষের হাতে ওআরএস জল গ্লুকোন ডি এগুলো দিয়ে তাদেরকে সচেতনভাবে রাস্তা চলাচল করার জন্য পরামর্শ দেন।