রামনবমীতে অশান্তি রুখতে কড়া প্রশাসন, রাজ্যে দায়িত্ব সামলাবেন ২৯ আইপিএস
29 IPS officers to be deployed in West Bengal to tackle Ram Navami violence
Truth Of Bengal: রাত পোহালেই রামনবমী। আর সেইদিন কলকাতায় যাতে না কোন অশান্তি হয় সেইজন্য প্রশাসনের তরফ থেকে নেওয়া হচ্ছে একাধিক ব্যবস্থা। রামনবমী উপলক্ষে কলকাতায় প্রায় সাড়ে ৩ থেকে ৪ হাজার পুলিশকর্মী মোতায়েন থাকবে। সেইসঙ্গে গোটা রাজ্য জুড়ে ২৯ জন আইপিএস অফিসার বিশেষ দায়িত্বে থাকবেন। এখান থেকেই স্পষ্ট যে, রামনবমী উপলক্ষে রাজ্য জুড়ে থাকবে কড়া নিরাপত্তা।
জানা গিয়েছে, হাওড়া পুলিশ কমিশনারে, বারাকপুর পুলিশ কমিশনারে, চন্দননগর পুলিশ কমিশনারে, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারে, শিলিগুড়ি পুলিশ কমিশনারে, হাওড়া রুরাল, মুর্শিদাবাদ পুলিশ জেলা, মালদা, ইসলামপুর পুলিশ জেলা ও কোচবিহার এই জায়গায় ২৯ জন আইপিএস অফিসার আইন শৃঙ্খলা সামলাবেন। ড্রোন, সিসিটিভি এবং ভিডিয়োগ্রাফির মাধ্যমে চলবে নজরদারি।
উল্লেখ্য, রামনবমী উপলক্ষে রাজ্যের একাধিক জায়গায় রয়েছে মিছিল। বিজেপি-র মিছিল যেমন রয়েছে, তেমনই বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন মিছিলের ডাক দিয়েছে। সেইসঙ্গে পথে নামবে তৃণমূলও। গোটা রাজ্যে একাধিক মিছিল রয়েছে। বলা বাহুল্য , ২০২৪ সালে রামনবমীর দিন গোটা রাজ্য জুড়ে ৬০টি মিছিল হয়েছিল। আর এবার সেই সংখ্যাটা আরও বাড়বে বলে খবর। তাই রামনবমী নিয়ে কড়া নজরদারি চালাবে রাজ্য প্রশাসন।






