রাজ্যের খবর
সাত সকালে মুড়ি মিলে অগ্নিকাণ্ড, চাঞ্চল্য এলাকায়
At seven in the morning there was a fire in Muri Mille, Chanchalya area

The Truth Of Bengal : বাবলু প্রামানিক, দক্ষিণ চব্বিশ পরগনা : দ: ২৪ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার নারায়ণপুর গ্রাম ১ ঘেরি এলাকায় একটি অস্থায়ী মুড়ি মিলে হঠাৎই আগুন লেগে যায়। তখনই দেখতে পায় এলাকার মানুষজন। তড়িঘড়ি করে এলাকার মানুষজন পৌঁছে আগুনটিকে নেভানোর চেষ্টা করে ও খবর দেয় কাকদ্বীপ পুলিশ ও দমকলকে। এরপর ঘটনাস্থলে কাকদ্বীপ থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় তারপর নিয়ন্ত্রণে আনে। অস্থায়ী মুড়ি মিলে থাকা, চাল সমেত মেশিন কোন কিছু উদ্ধার করতে পারেনি
তবে এলাকার মানুষজনের অনুমান শর্ট-সার্কিট এর কারণেই এই আগুন লেগেছে। ঘটনায় হতাহতের কোন খবর নেই।