রাজ্যের খবর

ধর্ষণে কঠিনতম শাস্তি দিতে আসছে ‘অপরাজিতা’, মঙ্গলেই বিধানসভায় পেশ হবে বিল

'Aparajita' is coming to give harshest punishment for rape, the state government is bringing a bill in the assembly

Truth Of Bengal : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী দুদিনের বিশেষ অধিবেশনের আজ প্রথম দিন। এই বিশেষ অধিবেশনে ধর্ষণ বিরোধী করা আইন প্রণয়নের বিল পেশ হওয়ার কথা। এই বিলের নাম, অপরাজিতা উইমেন এন্ড চাইল্ড ( ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল’ আমেনমেন্ট)। মঙ্গলবার আলোচনার পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর।

Aparajita Task Force

ধর্ষণ বিরোধী যে সংশোধনী আইন আনা হচ্ছে তা কেবলমাত্র পশ্চিমবঙ্গের জন্যই কার্যকর হবে বলেই সূত্রের খবর। ইতিমধ্যেই শেষ হয়েছে বি এ কমিটির বৈঠক শেষ হয়েছে। নারী ও শিশুর ওপর অত্যাচারের চটজলদি বিচারের লক্ষ্যে সংশোধনী আইন প্রস্তাবিত হতে চলেছে। পূর্বের আইন অনুযায়ী অপরাধীর যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানার কথা বলা ছিল। কিন্ত সংশোধনী আইনের প্রস্তাবে আমৃত্যু কারাবাস ও জরিমানার কথা বলা হয়।

আইনমন্ত্রী মলয় ঘটক এই বিল পেশ করবেন বিধানসভায়। এই বিলে ধর্ষণকাণ্ডে কিংবা নারী ও শিশুর ওপর অত্যাচারের দ্রুত বিচারের বিধান থাকছে। বিশেষ তদন্তকারী দল থাকবে। এই তদন্তকারী দলকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হবে। বিজ্ঞান সম্মত সাপোর্ট থাকবে এই তদন্তকারী দলের। একুশ দিনের মধ্যে করার কথা বলা হচ্ছে। ওই সময়ের মধ্যে নির্দিষ্ট থানা তদন্ত শেষ করতে না পারলে অতিরিক্ত পনেরো দিন দেওয়া যেতে পারে। SP পদমর্যাদা কোনো অফিসার সেই দিন বাড়িয়ে দিতে পারবে।

**ধর্ষনের সর্বোচ্চ শাস্তি আমৃত্যু কারাদণ্ড ও মৃত্যু। * ধর্ষনের অভিযোগের পাশাপাশি কোনো মহিলা এমন ভাবে আক্রান্ত হয় এবং পরবর্তীতে মৃত্যু হয় ( ধর্ষণ পরবর্তী মৃত্যু) – অপরাধীর মৃত্যুদন্ড ও জরিমানা। ধর্ষণের ঘটনায় কোমায় চলে গেলে অপরাধীর মৃত্যুদণ্ড ও জরিমানা। এই সংক্রান্ত প্রত্যেকটি মামলা জামিন অযোগ্য।

Related Articles