তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে অনুব্রত, স্বাস্থ্যের খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী
Anubrata Mondal invited to Trinamool's National Working Committee meeting in Kalighat

Truth Of Bengal: সোমবার কালীঘাটে তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্ম সমিতির বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তিহার জেল থেকে ছাড়া পাওয়ার পর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এটাই তার প্রথম সাক্ষাৎ। সূত্রের খবর, বৈঠকের পর অনুব্রতকে ডেকে তার শারীরিক অবস্থার খোঁজ নেন মুখ্যমন্ত্রী।

সোমবার সকালে বোলপুরের নীচুপট্টির বাড়ি থেকে কালীঘাটের উদ্দেশে রওনা হওয়ার আগে অনুব্রত বলেন, “দিদির কাছে ভাই যাবে, ভালোই তো লাগছে।” তাঁর এই উক্তি ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

অনুব্রত মণ্ডল সম্প্রতি জেল থেকে মুক্তি পাওয়ার পর বীরভূমে নিজের রাজনৈতিক সক্রিয়তা বাড়িয়েছেন। কিছুদিন আগেই বীরভূমের কোর কমিটির বৈঠকে মধ্যমণি ছিলেন তিনি। সেই বৈঠকে তাঁকে কোর কমিটির সদস্যও করা হয়। শীর্ষ নেতৃত্বের নির্দেশ অনুযায়ী, এই কোর কমিটিই জেলার সাংগঠনিক বিষয়ে সিদ্ধান্ত নেবে।
আজকের বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং অন্যান্য শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। অনুব্রত মণ্ডলের সক্রিয় রাজনীতিতে ফিরে আসা এবং দলনেত্রীর সঙ্গে তাঁর সম্ভাব্য সাক্ষাৎ তৃণমূলের অভ্যন্তরে নতুন মাত্রা যোগ করেছে। রাজনৈতিক মহলে এই বৈঠক ঘিরে চর্চা এখন তুঙ্গে।