রাজ্যের খবর

Bangladeshi immigrant: আবারও পুলিশের জালে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী

বিদুপুরের সীমান্তের কলা বাগান থেকে অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্তের তল্লাশি চালিয়ে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে পুলিশ

Truth of Bengal: শনিবার গভীর রাতে মুর্শিদাবাদের জলঙ্গী থানার বিদুপুর এলাকায় অভিযান চালায় জলঙ্গী থানার ওসি দীপক হালদার সহ তার পুলিশ বাহিনী (Bangladeshi immigrant)। বিদুপুরের সীমান্তের কলা বাগান থেকে অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্তের তল্লাশি চালিয়ে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে পুলিশ।

[আরও পড়ুনঃ Kajol: দীপিকা-সন্দীপ বিতর্ক নিয়ে তোলপাড় বিনোদন দুনিয়া, এবার মুখ খুললেন কাজল]

পুলিশ সূত্রে জানা যায়, ধৃত অনুপ্রবেশকারীর নাম আশরাফ মন্ডল (২২)। বাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলায় এলাকায়। ভারত বাংলাদেশ সীমান্তের মুর্শিদাবাদের জলঙ্গী থানার বিদুপুর কলা বাগান এলাকায় অভিযান চালায় পুলিশ। একজনকে আটক করে। সে ভারতীয় বৈধ কাগজ পত্র দেখাতে না পারায় পুলিশ তাকে গ্রেফতার করে (Bangladeshi immigrant)। ধৃতকে রবিবার সাত দিনের পুলিশে হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠায় পুলিশ।

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

পুলিশ প্রাথমিক জিঞ্জাসাবাদ করে জানতে পারে তার বাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলায় এলাকায়। এই বাংলাদেশি কি কারনে ভারতে বাংলাদেশ সীমান্ত পার করে মুর্শিদাবাদের জলঙ্গি থানা এলাকায় ঘোরাফেরা করছিল সেই ঘটনা তদন্ত করে দেখছে জলঙ্গী থানার পুলিশ।

Related Articles