রাজ্যের খবর

দীর্ঘদিন অপেক্ষার পর মাছ চাষীদের জালে ধরা পড়ল পূর্ণবয়স্ক কুমির

After a long wait, full-grown crocodiles were caught in the nets of fish farmers

The Truth Of Bengal,বসিরহাট,মন্টু সাহাজী: আবারও কুমিরের আতঙ্ক। এবার উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার হাড়োয়া থানা মিনাখা ব্লকের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উচিলদহ ভাঙ্গাপাড়া থেকে গ্রামবাসীদের হাতে অবশেষে ধরা পড়লো পূর্ণবয়স্ক কুমির। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

উল্লেখ্য, চলতি মাসের ৬ তারিখে মিনাখার বিদ্যাধরী নদীতে কুমিরটি দেখা গিয়েছিল। এলাকার মানুষ কুমির দেখে আতঙ্কিত হয়ে পড়েন। তারপরে বেশ কয়েক দিন বিভিন্ন মাছের ঘেরিতে গিয়ে কখনো মাছ কখনো ছাগল খাচ্ছিল। এই কুমির টি ধরার জন্য নাজেহাল হয়ে পড়েছিল এলাকার মানুষ। তারা বিভিন্ন জায়গায় মাছের ঘেরি ও ফিসারীতে জাল পেতে রেখেছিল কুমির ধরার জন্য।

বুধবার সন্ধ্যার পর একটি  মাছের ভেড়ীতে ঢুকে মাছ খাচ্ছিল। এলাকার মানুষ তাকিয়ে ছিল কখন কুমিরটি আসবে। কুমির টি মাছের ঘড়িতে ঢোকার পর পরেই জাল দিয়ে কুমিরটিকে ঘিরে ফেলে।  এবং তার উপরে কয়েকজন ঝাঁপিয়ে পড়ে কুমিরটিকে ধরে ফেলে। এলাকার মানুষ আতঙ্ক থেকে স্বস্তির নিশ্বাস ফেলল। বনদপ্তর কে খবর দেওয়া হয়েছে, এই ধৃত কুমিরটিকে বনদপ্তর এর হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন এলাকার মানুষ।

Related Articles