রাজ্যের খবর

ভেজাল ভোজ্য তেলের গোডাউনে হানা, বাজেয়াপ্ত তেল তৈরির সামগ্রী ও রাসায়নিক

Adulterated edible oil godown raided, oil making materials and chemicals seized

Truth Of Bengal: নদিয়ার চাকদা থানার শিমুরালিতে একটি ভোজ্য তেলের গোডাউনে হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকদের। দীর্ঘদিন ধরে ওই গোডাউনে ভেজাল তেল তৈরি হতো বলে অভিযোগ। বাজেয়াপ্ত করা হয় বহু ভেজাল ভোজ্য তেলের টিন। ভোজ্য তেল তৈরি করার বেশকিছু সামগ্রী সহ রাসায়নিক পদার্থ বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট আধিকারিকরা।

ভোজ্য তেলের গোডাউনে হানা দিল এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকেরা। নদিয়ার চাকদা থানার শিমুরালির কালিতলা এলাকায় একটি ভোজ্য তেলের গোডাউনে হানা দেয় এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকেরা। অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই গোডাউনে ভেজাল তেল তৈরি ও বিভিন্ন পাইকারি দোকানে ও বাজারে বিক্রি করা হচ্ছিল। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা এনফোর্সমেন্ট আধিকারিকদের একটি টিম কালিতলা এলাকায় ওই ভোজ্য তেলের গোডাউনে হানা দেয়। এই অভিযানে ১৫ কেজি করে ৭২ টি তেলের টিন বাজেয়াপ্ত করে ওই গোডাউন থেকে।

পাশাপাশি ওই গোডাউন থেকে ভেজাল ভোজ্য তেল তৈরি করার বেশকিছু সামগ্রী সহ রাসায়নিক পদার্থ বাজেয়াপ্ত করা  হয়েছে বলে তদন্তকারী টিমের পক্ষ থেকে জানা গিয়েছে। এনফোর্সমেন্ট আধিকারিকেরা বেশ কিছু নমুনাও সংগ্রহ করেন ওই গোডাউন থেকে। এছাড়াও ভেজাল ভোজ্য তেল তৈরি করে সরবরাহ করার অভিযোগে গোডাউনের মালিক শান্ত কুমার সেনকে আটক করা হয়। ধৃত গোডাউন মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ সূত্রে পুলিশ সূত্রে।

Related Articles