মালদায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি! গ্রেফতার অভিযুক্ত
Accused arrested for openly carrying firearms in Malda

Truth Of Bengal: মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার মালিওর ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ তালসুর এলাকায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে ঘোরাঘুরির একটি ঘটনা ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মনসুর রহমান নামে এক ব্যক্তি গতকাল হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছিল বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মনসুর রহমান আগ্নেয়াস্ত্র সহ এলাকার রাস্তায় ঘোরাঘুরি করার সময় তার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। সেই ভিডিও নজরে আসতেই হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ তৎপর হয়ে ওঠে। এরপর মনসুরের বাড়িতে হানা দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং একটি কার্তুজ উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে খবর, মনসুর কেন আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল এবং অস্ত্রটি কোথা থেকে এলো, সেই বিষয়ে তদন্ত শুরু হয়েছে। ধৃতকে রবিবার চাঁচল আদালতে পেশ করা হয় এবং সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে।
মালদায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি! গ্রেফতার অভিযুক্ত#malda pic.twitter.com/zZyklWRUIu
— TOB DIGITAL (@DigitalTob) December 1, 2024
এই ঘটনার জেরে শুরু হয়েছে রাজনৈতিক চাপান-উতোর। কংগ্রেসের দাবি, পঞ্চায়েত এবং লোকসভা ভোটে তৃণমূল জমি হারানোর ভয়ে বিহার থেকে অস্ত্র এনে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে। পাল্টা বিজেপি অভিযোগ করেছে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এলাকায় অশান্তি ছড়াচ্ছে। তবে তৃণমূল এই সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেছে, রাজ্যের পুলিশ প্রশাসন সক্রিয় থাকায় কেউ আইনের ঊর্ধ্বে নয়।
দক্ষিণ তালসুরের এই ঘটনা এখন এলাকায় চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পুলিশি তদন্তের পাশাপাশি রাজনৈতিক দলগুলির পাল্টাপাল্টি মন্তব্যে উত্তেজনা আরও বাড়ছে।