রাজ্যের খবর

আবার আধার ডিঅ্যাক্টিভেট চিঠি, পেয়ে আতান্তরে বৃদ্ধা

Aadhaar deactivation letter again, the old woman is confused

The Truth of Bengal: আধার বাতিল করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই মন্তব্যের পর কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই নদিয়ার সীমান্তবর্তী এলাকায় আধার কার্ড ডিঅ্যাক্টিভেটের চিঠি এসেছে অনেকের বাড়িতে। এই চিঠি আসার পর ওই এলাকার মানুষের মধ্যে ছড়ায় বিভ্রান্তি। কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রামে বেশকিছু মানুষের বাড়িতে ডাক মারফত এই চিঠি আসে। তাতে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করার কথা উল্লেখ ছিল। এই ঘটনা নিয়ে জল গড়ায় অনেক দূর।

বিভ্রান্তি না কাটার মধ্যে আবার সেই ঘটনা। ঘটনার পুনরাবৃত্তি বীরভূম জেলার বোলপুরে। বোলপুর ব্লকের রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সূপুর গ্রামে ৬০ বছরের এক বৃদ্ধা ও কুড়ি বছরের ছাত্রের আধার কার্ড বাতিলের চিঠি এসেছে বাড়িতে।  মাথায় হাত দুই পরিবারের। চার-পাঁচদিন আগে দুই পরিবারের কাছে আসে এই চিঠি। চিঠি পাওয়া মাত্রই তারা স্থানীয় পঞ্চায়েত এবং পরে বিডিও অফিসে যোগাযোগ করেন। সমা বিশ্বাস এখন বার্ধক্য ভাতা পান।

আধার বাতিল হয়েছে বলে চিঠি পাওয়ার পর তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন তিনি আর বার্ধক্য ভাতা পাবেন কিনা তা ভেবে। শুধু এই দুটি পরিবার নয়, বোলপুর ব্ললে আরও বেশকিছু মানুষের কাছে আধার কার্ড বাতিলের চিঠি এসেছে বলে জানা গিয়েছে। যাদের আধার কার্ড  ডিঅ্যাক্টিভেট হয়েছে বলেচিঠি এসেছে তাদের প্রশ্ন, সরকার আধার কার্ড দিলই বা কেন, আবার তা ডিঅ্যাক্টিভেটও করল কেন? তবে যাদের আধার কার্ড বাতিল হয়েছে রাজ্য সরকার তাদের পাশে আছে বলে আগেই আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী।

Related Articles