রাজ্যের খবর

লোকালয়ে ঢুকে মশারিতে আটকে ছোটো বাঁদর, উদ্ধারে হাজির প্রায় ৫০টি বাঁদর

A small monkey got stuck in the mosquito net in the locality, about 50 monkeys came to the rescue

Truth Of Bengal: লোকালয়ে এসে মশারির মধ্যে আটকে পড়ে একটি ছোট বাঁদর। সেখান থেকে বার হওয়ার চেষ্টা করতে গিয়ে আরও বেশি করে তার মধ্যে আটকে পড়ে বাঁদরটি। এদিকে ছোট বাঁদরটি মশারিতে আটকে যাওয়ায় মুহূর্তের মধ্যে সেখানে প্রায় পঞ্চাশটি ছোটো বড়ো বাঁদর সে ভিড় জমায়। জলপাইগুড়ি শহর লাগোয়া ডেঙ্গুয়াঝাড় পাতকাটা এলাকার ঘটনা ।

জানা গেছে, পাত কাটা এলাকায় কিছুদিন ধরে বাঁদরের যথেষ্ট উৎপাত লক্ষ্য করা যায়। প্রতিদিনের মতো এদিনেও কিছু বাঁদর এলাকায় চলে আসে। এরপর কোনোভাবে একটি ছোটো বাঁদর বাড়ির বাইরে শুকোতে দেওয়া মশারির মধ্যে আটকে পড়ে। মশারি থেকে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে আরও বেশি করে আটকে পড়ে বাঁদরটি। ছোট বাঁদরটির কান্না শুনে তাকে উদ্ধার করতে প্রায় ৫০ টি বাঁদর মুহূর্তের মধ্যে সেখানে চলে আসে।

বলা যায় সেই এলাকার দখল নেয় বাঁদরের দল। কিন্তু উদ্ধার করতে পারেনি। এদিকে ততক্ষণে খবর দেওয়া হয় পরিবেশপ্রেমীকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পরিবেশপ্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরী। তিনি এসে বেশ কিছুক্ষণের চেষ্টায় মশারি থেকে বাঁদরটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করেন। এরপর বাঁদরের দলটি সেখান থেকে অন্যত্র চলে যায়।

এবিষয়ে পরিবেশ প্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরী বলেন,” মশারির মধ্যে ছোটো একটা বাঁদর পেঁচিয়ে যায়। তাঁকে উদ্ধারের জন্য প্রায় ৫০ টা বাঁদর আসে। এদিকে কুকুরের দলও হাজির হয়। তবে সুস্থভাবে বাঁদরটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এরপর বাঁদরের দলটি অন্যত্র চলে যায়।” তবে পশুরাও বিপদে পড়লে অন্যান্য পশুরাও যে তাকে বাঁচাতে চলে আসে আবারো তার প্রমাণ মিললো এদিন।

Related Articles