রাজ্যের খবর

স্নান করতে নেমে হুগলি নদীতে তলিয়ে গেল ৪ নাবালক

4 minors drown in Hooghly river while taking bath

Truth Of Bengal: জাহেদ মিস্ত্রী, দক্ষিণ ২৪ পরগনা: বজবজের বিড়লা পুরে হুগলি নদী স্নান করতে নেমে তলিয়ে গেল চারজন নাবালক। জানা যায়, মোট ৫ জন একসাথে স্নান করতে নেমে ছিল। নদীতে তলিয়ে যাওয়ার সময় স্থানীয় একজন দেখতে পায়। ১ জন কে উদ্ধার করা সম্ভব হলেও বাকি ৪ জন তলিয়ে যায়।

৪ জনের মধ্যে ছিল দুই ভাই বিজয় নাথ শা (১৬),রনবিজয় শা (১৪)। কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে তলিয়ে যাওয়া যুবকদের খোঁজ শুরু করেছে। ঘটনাস্থলে রয়েছেন SDPO, নোদাখালী থানার আইসি সহ পুলিশ আধিকারিকরা। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিরাও রয়েছেন ঘটনাস্থলে।

Related Articles