আসানসোলে জল ট্যাঙ্কার ও বাইকের মধ্যে সংঘর্ষ, আহত ৩
3 injured in collision between water tanker and bike in Asansol

The Truth Of Bengal : পশ্চিম বর্ধমান : আসানসোল : সালোনপুর : আসানসোলের সালানপুর থানার অন্তর্গত ফুলবেড়িয়া হনুমান মন্দির সংলগ্ন রাস্তায় মোটর বাইককে ECL জল ট্যাঙ্কার ধাক্কা মারে। ঘটনায় আহত হয় মোটর বাইকে থাকা তিনজন বলে খবর।
জানা যায়, একটি মোটর বাইকে করে বিয়েবাড়ি থেকে স্বামী- স্ত্রী ও ছোটশিশু তিনজন সালানপুর দিকে আসার পথে ঘটে এই পথ দুর্ঘটনা। ঘটনাস্থলে সালানপুর থানার পাহাড়গোড়া ক্যাম্পের পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত মোটরবাইকে থাকা তিনজন কে চিকিৎসার জন্য পিঠাকিয়ারি স্বাস্থকেন্দ্রে পাঠানো হয়। স্থানীয়রা ঘাতক জল ট্যাঙ্কারটি আটকে রেখে বিক্ষোভ দেখায়।অভিযোগ গাড়িটির কোনো ফিটনেস বা বৈধ কাগজ নেই। অবিলম্বে রাস্তায় বাম্পারের ব্যবস্থা করার দাবি তোলেন তারা। আরো অভিযোগ করেন ECL এর কয়লা পরিবহণের জন্য জে ওভার লোডিং ভাবে কয়লা বোঝাই নিয়ে হাইবা ডাম্পারের চলাচল তা বন্ধ করতে হবে।