রাজ্যের খবর

শিক্ষামন্ত্রীর হাত ধরে পদ্ম ছেড়ে ঘাসফুলে যোগ ২০০ জন কর্মী সমর্থকের

200 workers and supporters joined the grass flower by holding the hand of the education minister

The Truth Of Bengal: ফের বড় ভাঙন বঙ্গ বিজেপিতে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন দুই শতাধিক মানুষ। সামনেই লোকসভা নির্বাচন আর তার আগে ১০ই মার্চ রয়েছে তৃণমূলের জনগর্জন সভা। তৃনমূলে এত কর্মী যোগদান করায় আনন্দিত  তৃণমূল কর্মী সমর্থকেরা।

জানা যায়,উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার মিনাখা ব্লকের দুই নম্বর  চৈতলে ব্রিগেডে জন গর্জন সভার প্রস্তুতি সভায় এসে যোগদান করলেন বিজেপি মেম্বারসহ দুই শতাধিক। আগামী ১০ মার্চ ব্রিগেড চলো কর্মসূচি প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, দুই নম্বর মিনাখা ব্লকের তৃণমূলের কংগ্রেস তাজউদ্দিন মোল্লা, বসিরহাট তৃণমূলের জেলা সভপতি হাজী নুরুল ইসলাম, মিনাখাঁর চেয়ারম্যান  জয় মন্ডল সহ আরও অনেকে।

এই সভায় যোগদান করে দলের নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ তৃণমূলের নেতৃত্বরা। ব্রাত্য বসু বলেন, “সন্দেশখালিতে এসে বিজেপি অশান্তি ঝামেলা পাকাচ্ছেন সেখানে ১৪৪ ধারা রয়েছে বারবার যাচ্ছেন কিন্তু দিল্লির রাজঘাটে ১৪৪ ধারা নেই সেখানে আমরা গিয়েছিলাম মহিলাদের ঘাড় ধাক্কা দিয়ে তুলে দিয়েছে। ১০০ দিনের টাকার বাংলা থেকে চিঠি নিয়ে গিয়েছিলাম কৃষিমন্ত্রী আমাদের দেখে পিছনের দরজা থেকে পালিয়ে চলে গেলেন। আর আমাদের উপর হেনস্থা করলেন দিল্লি পুলিশ। সন্দেশখালি তে সিপিএমের কিছু মহিলা আছে বিজেপির সঙ্গে নিয়ে মহিলাদের একত্রিত করে বিক্ষোভ করছেন এখানকার মা-বোনেরা বোকা নয় ২০২৪ এ ভোট বাক্সে দেখবেন সন্দেশখালীর মা-বোনেরা দুহাত ভরে ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসকে সময় আসলে দেখতে পাবেন”।

FREE ACCESS

Related Articles