ভ্রমণ

গরম থেকে বাঁচার জন্য পাহাড়ে যেতে মনচায়? ঘুরে আসুন আকর্ষণীয় গন্তব্য ইয়লবং রিভার ক্যানিয়ন

Visit the fascinating destination Yolbong River Canyon

The Truth of Bengal: তীব্র দহনে পুড়ছে রাজ্য। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । এই গরম থেকে বাঁচার উপায় পাহাড়ে যাওয়া। কিন্তু অজস্র ডেস্টিনেশনের মধ্যে যাবেন কোথায়? কালিম্পঙের মধ্যে রয়েছে  এক ছোট্ট গ্রাম ইয়েলবং। পাহাড়, ঝর্ণা, নদী, জঙ্গল এই সব কিছুই রয়েছে ইয়েলবং এ। এই গ্রামে রয়েছে মাত্র ১৫ থেকে ২০ টি পরিবার। শিলিগুড়ি থেকে আপনি দুই কিংবা আড়াই ঘণ্টার মধ্যেই পৌঁছে যেতে পারবেন ইয়েলবং এ। নদী, জঙ্গল, ঝর্ণা ও পাহাড়ের সঙ্গে এই গ্রামে রয়েছে নানা রঙবেরঙের প্রজাপতি। লাল, নীল, হলুদ ও আরও নানা রঙের প্রজাপতি দেখবেন হয়তো আপনার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে।

এই গ্রামের চারপাশ ঘিরে রয়েছে পাহাড়। যেখানে গ্রীষ্মের প্রখর দাবদাহে জ্বলে পুড়ে যাচ্ছে গোটা দক্ষিণবঙ্গ সেখানে উত্তরবঙ্গের এই ডেস্টিনেশনে তাপমাত্রা ঘোরাফেরা করছে ২৫ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তাই এই গরমে আপনি চাইলে পৌঁছে যেতেই পারেন ইয়লবং এ। ইয়লবং এর সবচেয়ে আকর্ষণীয় ঘোরার জায়গা হল ইয়লবং রিভার ক্যানিয়ন কেভ। যারা শান্ত নিরিবিলি পাহাড়ি পরিবেশে দু দণ্ড শান্তি খুঁজতে যেতে চান তাদের জন্য নয় ইয়েলবং রিভার ক্যানিয়ন। যারা জীবনে অ্যাডভেঞ্চার পছন্দ করেন, ট্রেক করতে পছন্দ করেন তারা এই ইয়েলবং এ ঘুরে আসতেই পারেন। তাদের কাছে সেরা জায়গা এই ইয়লবং রিভার ক্যানিয়ন। ২ কিলোমিটার দীর্ঘ জায়গা জুড়ে অবস্থিত ইয়লবং রিভার ক্যানিয়ন। চারিদিকে বড় ছোট নানা আকারের পাথর এবং মাঝখান দিয়ে নিজের গতিপথে বয়ে চলেছে রমতি নদী।

এই নদীর ধার বরাবর রয়েছে উঁচু সবুজ উপত্যকা। নদীর গতিপথে দেখতে পাবেন ছোট বড় নানা আকারের নুড়ি। নদীখাত সংলগ্ন একটি গুহাও রয়েছে এখানে। এই নদীর উপর দিয়ে ট্রেক করে পাথুরে রাস্তা পেরিয়ে গেলেই দেখতে পাবেন জলপ্রপাত। প্রকৃতির এই লীলা পশ্চিমবঙ্গের আর কোথাও গিয়ে খুঁজে পাবেন না।  ইয়েলবং গ্রাম থেকে ইয়লবং রিভার ক্যানিয়ন কেভ যেতে আপনার সময় লাগবে ৩ থেকে ৪ ঘণ্টা। পুরোটাই যেতে হবে ট্রেক করে। ইয়েলবং এ রয়েছে হাতেগোনা কয়েকটি হোমস্টে। এছাড়াও অ্যাডভেঞ্চার প্রেমীরা এখানে এসে তাঁবু তে রাত্রিযাপন করে থাকেন। ইয়েলবং পৌঁছতে গেলে আপনাকে সবার প্রথম পৌঁছে যেতে হবে নিউ মাল স্টেশন। সেখান থেকে মাত্র ৩ ঘণ্টায় পৌঁছে যেতে পারবেন এই ইয়েলবং এ।

Related Articles