ভ্রমণ
Trending

অচেনা ‘লুংলেই’, পাহাড় আর সবুজে মোড়া ছোট্ট গ্রাম

Visit from 'Lunglei'

The Truth Of Bengali : মিজোরামের রাজধানী আইজল থেকে এই লুংলেই-এর দূরত্ব প্রায় ১৭০ কিলোমিটার। উঁচু-নীচু সবুজ পাহাড়ে একবার গেলে মনে হবে আবার যাই। উঁচু নীচু পাহাড় আর চারদিকে সবুজে ঘেরা এই শহরে একবার গেলে ফিরে আসতে মন চাই না কিছুতেই। সমুদ্রপৃষ্ঠ থেকে লুংলেই-এর উচ্চতা ১,২২২ মিটার। লুংলেই আসলে দুটো মিজো শব্দ ‘লুং’ এবং ‘লেই’-এর মিশ্রণ, যার অর্থ হল যথাক্রমে পাহাড় এবং পাথরের স্তূপ। অ্যাডভেঞ্চারপ্রেমীদের কাছে লুংলেই বেশ জনপ্রিয়। এখানে প্রকৃতির কোলে ট্রেকিং এবং ক্যাম্পিংয়ের লোভে বছর বছর ভ্রমণপিপাসু লোকজন ছুটে আসেন। রয়েছে পাখি পর্যবেক্ষণ করার সুযোগও। এখানকার শান্ত ও স্নিগ্ধ পরিবেশের নিস্তব্ধতা ভাঙে পাখির কলতানে। অনেকেই পাহাড় আর জঙ্গলের সেই রূপ উপভোগ করার জন্য পায়ে হেঁটেই ঘুরে বেড়ান এদিক সেদিক। অনেকে আবার গাইডের সাহায্য নিয়েও চারিদিক পর্যবেক্ষণ করেন।

এই অঞ্চলের দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম খাওয়াংলুং ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি। প্যাঙজলের কাছে আছে খাওয়াংলুং গ্রাম। সেখানেই প্রায় ৩৫ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে তৈরি এই অভয়ারণ্য। এখানে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ এবং পশুপাখি রয়েছে। এরপর এখানে রয়েছে একটি সংগ্রহশালাও।মিজোরামের সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে চাইলে এই মিউজিয়াম অবশ্যই ঘুরে আসতে হবে। মিজো পোশাক, অস্ত্রশস্ত্র, গয়না, বাসন সহ বিভিন্ন জিনিসপত্র প্রদর্শিত হয় সেখানে। সেগুলি দেখলে মিজো ঐতিহ্যের সঙ্গে পরিচয় সুযোগ মিলে পর্যটকদের। এছাড়াও রয়েছে লুং মাইলেম নামক একটি স্থাপত্য। লুং মাইলেম হল পাহাড়ের উপর যুগের পর যুগ ধরে দাঁড়িয়ে থাকা পাথরের গায়ে খোদাই করা তৈরি তিনটি মূর্তি যা আসলে ধ্যানমগ্ন বুদ্ধের মতো দেখতে। লুংলেই থেকে ৬৫ কিলোমিটার দক্ষিণে মুয়ালচেঙ গ্রামে রয়েছে এই রহস্যজনক মূর্তিগুলি। এই মূর্তিগুলি পর্যটকদের কাছে অন্যতম বড় আকর্ষণ হয়ে উঠেছে। তবে, এই অঞ্চলের অন্যতম পচ্ছন্দের জায়গা হল লুংডিং। লুংলেই থেকে এটির দূরত্ব ৯১ কিলোমিটার। এই এলাকাটি পাথর এবং শক্ত মাটির সংমিশ্রণ দিয়ে তৈরি। পাথরের খাঁজে খাঁজে গড়ে উঠেছে অজস্র পটহোলস। যা সহজেই দৃষ্টি আকর্ষণ করে দর্শনার্থীদের। তবে, স্থানীয় মতে সমস্ত গাছ, পাথর এবং অন্যান্য প্রাকৃতিক বস্তু স্বাভাবিক আকৃতির নয়, তা আসলে প্রেতাত্মাদের তৈরি। এই এলাকাটিও সেভাবেই তৈরি বলে মনে করেন স্থানীয়রা।

লুংলেই অফবিট ডেস্টিনেশন হলেও আস্তে আস্তে জনপ্রিয়তা বাড়ছে। তাই পর্যটনকে কেন্দ্র করে অনেক মানুষের রুজি-রুটির ব্যবস্থা গড়ে উঠছে। এই এলাকায় বেশ কিছু হোটেল-রিসর্ট-হোমস্টে রয়েছে। যেখানেই থাকুন না কেন, আগে থেকে বুক করে যাওয়াই উচিত। অক্টোবর থেকে মার্চ মাস হল লুংলেই ঘোরার সেরা সময়। এই সময় রোদ্দুর থাকলেও দিনের তাপমাত্রা আরামদায়ক থাকে। লুংলেই-এর নিকটতম বিমানবন্দর হল লেংপুই যা প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত। বিমানবন্দর থেকে তো বটেই, আইজল থেকেও বাস এবং ট্যাক্সিতেও যাওয়া যায় লুংলেই। তাই আর দেরি না করে এই অফবিট প্লেস দেখার জন্য এক্ষুণি বাক্স প্যাঁটরা গুছিয়ে তৈরি হয়ে পড়ুন।

 

FREE ACCESS

Related Articles