ভ্রমণ

Thapagaon Travel Guide: কাঞ্চনজঙ্ঘা চোখের সামনে, পাশে কমলালেবুর সুবাস—উত্তরবঙ্গের হিডেন জেম

পাহাড় ও সবুজ উপত্যকায় মোড়া থাপাগাঁওয়ের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। কিছুটা দূরে আপনছন্দে বয়ে চলেছে ছোটা রঙ্গিত নদী।

Truth of Bengal: শীতকাল বাঙালির বড়োই প্রিয় ঋতু। শীত মানেই হালকা রোদের ওম গায়ে মেখে কমলালেবুর কোয়ায় কামড় দেওয়া। এবার শীতে কমলালেবুর খোঁজে আপনার গন্তব্য হতেই পারে উত্তরবঙ্গের একেবারে অফবিট পর্যটন কেন্দ্র কমলালেবুর বাগান ঘেরা থাপাগাঁও। সেভাবে থাপাগাঁও এখনো পর্যটক মহলে পরিচিত হয়ে ওঠেনি। কমলালেবুর বাগান দেখতে লাগে না কোনো টিকিট। ঘুরতে যাওয়া পর্যটকদের হাতে খুশি মনে কমলালেবু তুলে দেন বাগান মালিকরা। গ্রামে থাকার জন্য জন্য রয়েছে পাহাড়ের কোলে ছিমছাম কটেজ। পাহাড় ও সবুজ উপত্যকায় মোড়া থাপাগাঁওয়ের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। কিছুটা দূরে আপনছন্দে বয়ে চলেছে ছোটা রঙ্গিত নদী। রাস্তার ২ পাশের গাছগাছালির মাঝখান দিয়ে আঁকাবাঁকা চড়াই উৎরাই পথ পেরিয়ে ট্রেক করা যায়। রাস্তার ২ পাশে রয়েছে কমলালেবুর গাছ।

উত্তরবঙ্গের হিডেন জেম থাপাগাঁও যেতে হলে আগে পৌঁছতে হবে দার্জিলিং। সেখান থেকে শেয়ার গাড়িতে চেপে রেলিং বা বিজনবাড়ি হয়ে আসা যায় থাপাগাঁও। থাকার জন্য হোম স্টে রয়েছে। শহুরে নাগরিক জীবনযাপনে ক্লান্ত হলে ২টো দিন প্রকৃতির সান্নিধ্যে দুদণ্ড শান্তিতে কাটাতে চান? থাপাগাঁও যেতে পারেন। টাটকা কমলালেবুর মোরব্বা, জ্যুস খেয়ে মন ভরে যাবে। ঘুরে আসা যায় চা বাগান থেকে। দার্জিলিং থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থিত এই ছবির মতো সুন্দর থাপাগাঁও। ঘরে বসে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা-সহ একাধিক সুউচ্চ পাহাড়। অক্টোবর থেকে জানুয়ারি আর মার্চ থেকে মে মাস পর্যন্ত বেড়ানোর আদর্শ সময়।

Related Articles