ভ্রমণ

গাছগাছালি ছাওয়া প্রকৃতির সান্নিধ্যে সপ্তাহান্তে কাটানোর আদর্শ ঠিকানা পাউশি

Paushi is the ideal destination for a weekend surrounded by lush greenery and nature.

Truth Of Bengal: অচেনা অজানা জায়গায় ঘোরার আনন্দই আলাদা। তা যদি হয় ঘরের দোরগোড়ায়, তো যাকে বলে একেবারে সোনায় সোহাগা। সপ্তাহের শেষে যাঁরা একেবারে অন্য ভাবে ছুটি কাটাতে চান তাঁদের জন্য পাউশি একেবারে আদর্শ অফবিট পর্যটন কেন্দ্র।

এখানে আসলেই চোখে পড়বে গ্রাম্য প্রকৃতি। বাগদা নদীর তীরে ধানখেত, পুকুর, সবুজ গাছগাছালি ছাওয়া পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম পাউশি।

রয়েছে পরিবেশবান্ধব রিসর্ট। এখানে তৈরি হয়েছে গ্রামীণ সংগ্রহশালা। দেখা মিলবে হুঁকো, ঢেঁকি, লাঙল, চরকা, তাঁত, কুমোরের চাকি, গোরুর গাড়ি। ইচ্ছে হলে কাছে থাকা কুমোরপাড়া থেকে ঘুরে আসা যায়। শান্ত নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে থাকার জন্য রয়েছে মনচাষা রিসর্ট।

নদীর তীরে কটেজগুলো খুব সুন্দর। এরমধ্যে মজুত আধুনিক সব সরঞ্জাম, সুযোগ সুবিধা।

কীভাবে যাবেন?

দিঘা যাওয়ার পথে নন্দকুমার, মঠচণ্ডীপুর, হেড়িয়া হয়ে রসুলপুরে নদীর ওপর সেতু পেরিয়ে কালীনগর বাসস্ট্যান্ড। এখান থেকে গ্রামের পথ পেরিয়ে পাউশি। দূরত্ব ৬ কিলোমিটার।

Related Articles