শহরের ব্যস্ত জীবন থেকে দূরে গিয়ে নিজেকে প্রকৃতির কোলে মেলে ধরতে চান ? বেরিয়ে পড়ুন শান্ত শীতল দারাগাঁও
Daragaon

The Truth of Bengal: শহরের ব্যস্ত জীবন থেকে দূরে গিয়ে নিজেকে প্রকৃতির কোলে মেলে ধরতে চান ? তবে ভাবছেন কি ? কয়েকদিনের ছুটি নিয়ে বেড়িয়ে পড়ুন কালিম্পঙের অন্যতম অফবিট ডেসটিনেশন দারাগাঁও এ । পাহাড়ের বুকে ছোট্ট এই গ্রামে গেলে আপনার চোখ জুড়িয়ে যাবে। এই পাহাড়ি গ্রামের দু পাশ জুড়ে কেবল দেখবেন পাইন বন। পাহাড়ের ঢালে এই গ্রাম থেকে নিচে উঁকি দিলেই কানে ভেসে আসবে তিস্তা নদীর কুলুকুলু শব্দ ধ্বনি। একে বেঁকে পাহাড়ের ঢাল বেয়ে বয়ে চলেছে নদী। দারাগাঁও অত্যন্ত জনপ্রিয় সিঙ্কোনা গাছের জন্য। পাহাড়ের ধাপ বেয়ে উঠলেই দেখতে পাবেন সারি দিয়ে রয়েছে সিঙ্কোনা গাছ।
কাঞ্চনজঙ্ঘার শ্বেতশুভ্র দৃশ্য উপভোগ করতে গেলে অবশ্যই আপনাকে একবার ঘুরে আসতেই হয় দারাগাঁও থেকে। এখানে সিঙ্কোনা গাছ থেকে ওষুধ তৈরি করা হয় তাই এই পাহাড়ি গ্রামের অধিকাংশ মানুষই পেশায় সিঙ্কোনা গাছের ওপর নির্ভর করে। সূর্য অস্ত যাওয়ার সময় পুরো পাহাড়ি এই গ্রাম ভরে ওঠে কমলা রঙে। পাহাড়ের গায়ে সূর্যের ছটা যখন পড়ে তখন লক্ষ করলে দেখতে পাবেন যেন মনে হবে পাহাড়ের গা বেয়ে রামধনুর নানান রঙ আপনার নজর কাড়ছে। এছাড়াও নানান পাহাড়ি পাখির কিচির মিচির শব্দ আপনাকে মুগ্ধ করবে।
কাছেই রয়েছে ব্রিটিশ বাংলো, শিব ধাম, ও একটি ছোট্ট পার্ক। এই ব্রিটিশ বাংলোয় রাত্রি যাপন ও করতে পারবেন আপনি। এছাড়াও দারাগাঁও থেকে ঘুরে নিতে পারেন সিলেরি গাঁও, রামধুরা, ইচ্ছে গাঁও। থাকার জন্য রয়েছে কয়েকটি হোম স্টে তাই রাত্রে বাইরে আগুন জ্বালিয়ে পাহাড়ি গা ছম ছমে পরিবেশে সময় কাটাতে পারবেন। ভাবছেন তো এই রহস্যে ঘেরা পাহাড়ি গ্রামে যাবেন কিভাবে ? হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেনে করে পৌঁছে যান নিউ জলপাইগুড়ি স্টেশনে সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যান পাহাড়ের এই মায়াবী গ্রামে।