ভ্রমণরাজ্যের খবর

শুধু উত্তরবঙ্গেই নয়! জঙ্গলের স্বাদ পাবেন দক্ষিণেও

Tourism of West Bengal

The Truth of Bengal: উত্তরের জঙ্গল ভ্রমনের স্বাদ এবার দক্ষিণেও। কলকাতা থেকে প্রায় ১৩৩ কিমি দূরেই নদীয়ার কৃষ্ণনগরের পাশে বিশালাকার জঙ্গলে মিলছে সাফারির সুযোগ। মুর্শিদাবাদ বনবিভাগ সূত্রে খবর, কৃষ্ণনগরের জঙ্গলে এবার পর্যটকেরা পাবেন রাত্রি বাসের সুবিধা। সবকিছু ঠিকঠাক থাকলে জানুয়ারির শেষ কিংবা ফেব্রুয়ারি প্রথম সপ্তাহেই সরকারি অনুমোদন পাওয়ার আশা বন দফতরের।

দক্ষিণবঙ্গসহ বিভিন্ন জায়গা থেকে অসংখ্য ভ্রমণ পিপাসু পর্যটক উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হন শুধু জঙ্গল সাফারির নেশায়। এবার নদিয়ার বাহাদুরপুরের নয়া পর্যটন কেন্দ্রকে ঘিরেও সেই স্বপ্ন দেখছে জেলা প্রশাসন।এই নয়া পর্যটন কেন্দ্র তৈরি হলে মিলবে অসংখ্য লোকের কাজের সুযোগ। জঙ্গল সাফারি করার জন্য নিয়োগ করা হবে গাইডের। অসংখ্য গাড়ি এবং গাড়ির চালকের কর্মসংস্থানের সুযোগ মিলবে।

একই সঙ্গে জঙ্গল রক্ষণাবেক্ষণের জন্য নিয়োগ করা হবে কর্মী।বাহাদুরপুরের কিছু দূরে রয়েছে মায়াপুর ইসকন,বেথুয়াডহরি অভয়ারণ্য, রয়েছে পলাশী মনুমেন্ট, কৃষ্ণনগর রাজবাড়ি, কৃষ্ণনগরের ঐতিহ্য বিখ্যাত ঘূর্ণির পুতুল পট্টি। পর্যটন মানচিত্রে নদীয়ার গুরুত্ব আরও বেড়ে যাবে এমনটাই দাবি প্রশাসনের। এ বিষয়ে নদীয়া জেলা পরিষদের বন ও ভূমি দফতরের কর্মাধ্যক্ষ শশাঙ্ক বিশ্বাস বলেন, ”নয়া পর্যটন কেন্দ্র গড়ার তৎপরতা চলছে। এখনও পর্যন্ত চূড়ান্ত অনুমোদন আসেনি। চূড়ান্ত অনুমোদন না আসা পর্যন্ত ততক্ষণ পর্যন্ত এ বিষয়ে কিছু বলা যাবে না। তবে নদিয়ায় পর্যটন বিভাগ এবং বনদফতরের অনেক রকম পরিকল্পনার ইচ্ছা রয়েছে। ধীরে ধীরে তা বাস্তবায়িত হবে।”

 

Related Articles