প্রযুক্তি

স্প্যাম মেসেজ আটকাতে নয়া উদ্যোগ হোয়াটসঅ্যাপের

হোয়াটসঅ্যাপে এখন পরীক্ষা করা হচ্ছে কত সংখ্যক মেসেজ পাঠানো যাবে অপরিচিতদের।

Truth Of Bengal: মেটা জনপ্রিয় মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপে নয়া ফিচার নিয়ে পরীক্ষা করছে। এর ফলে স্প্যাম মেসেজকে নিয়ন্ত্রণ করা যাবে। এর ফলে ব্যবহারকারী ও হোয়াটসঅ্যাপ বিজনেস থেকে অপরিচিত গ্রহীতাদের নিয়ন্ত্রিত ভাবে মেসেজ পাঠানো যাবে। গ্রহীতা রেসপন্স না করলে ভবিষ্যতে তিনি আর এমন মেসেজ পাবেন না। হোয়াটসঅ্যাপে এখন পরীক্ষা করা হচ্ছে কত সংখ্যক মেসেজ পাঠানো যাবে অপরিচিতদের।

অন্যদিকে, আমেরিকা ও কানাডায় মেটা কর্তৃপক্ষ হোয়াটসঅ্যাপের নয়া ফিচার চালু করেছে। এর মাধ্যমে নির্দিষ্ট প্রেরকের কাছ থেকে হোয়াটসঅ্যাপ মেসেজ যদি না পড়া হয় তাহলে যতক্ষণ না পর্যন্ত মেসেজ পড়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রেরককে সাময়িক ভাবে ব্লক করা থাকবে। প্রেরক মেসেজ পাঠাতে পারবেন না। মেসেজ খুলে পড়লে মেসেজ লিমিট আবার পুনরায় রিসেট হয়ে যাবে। ধাপে ধাপে এই ফিচার অন্য দেশে চালু করা হবে।

Related Articles