প্রযুক্তি

অনলাইন জালিয়াতি রুখতে গুগল ক্রোমে নয়া এআই ফিচার

New AI feature in Google Chrome to prevent online fraud

Truth Of Bengal: আজকাল অনলাইনে নিত্য নতুন ফন্দিতে প্রতারণার ফাঁদ পেতে রেখেছে সাইবার জালিয়াতরা। ফাঁদে পা দিলেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট হবে চিচিং ফাঁক, একেবারে সর্বশান্ত। ব্যবহারকারীদের অনলাইন প্লাটফর্মে ডিজিটাল সুরক্ষার কথা ভেবে গুগল ক্রোম নয়া এআই ফিচার চালু করেছে। গুগল ক্রোম ব্রাউজারের নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করা হয়েছে এআই ফিচারের মাধ্যমে।

টেক জায়েন্ট গুগল জানিয়েছে, গুগল ক্রোমের নয়া এআই ফিচার গ্রাহকদের সাইবার জালিয়াতি সম্পর্কে সতর্ক করে দেবে। সাইবার জালিয়াতরা ভুয়ো ওয়েবসাইট তৈরি করে বোকা বানায়। গুগল ক্রোমের নয়া এআই ফিচার যার নাম জেমিনি ন্যানো ব্যবহারকারীকে সতর্ক করে দেবে। নির্দিষ্ট ওয়েবসাইটে ক্লিক করলেই জেমিনি ন্যানো ফিচার ওয়েবসাইটের জালিয়াতির খতিয়ান তুলে ধরবে।

সরাসরি ডিভাইসে কাজ করে জেমিনি ন্যানো। এআই প্রযুক্তি নির্ভর স্ক্যানার গুগল ক্রোমের সাম্প্রতিক ভার্সন ১৩৭-এ মিলবে। নিজেদের ল্যাপটপ বা ডেস্কটপে গুগল ক্রোমের নয়া এআই ফিচার চালু করতে ক্রোমের সেফ ব্রাউজিং সেটিংসে গিয়ে এনহ্যান্সড প্রোটেকশন সক্রিয় করতে হবে। সন্দেহজনক ওয়েবসাইটে ক্লিক করলেই পপ আপ করে গুগল ক্রোমের সতর্কবার্তা ভেসে উঠবে।

Related Articles