প্রযুক্তি

অভিষেকেই বাজিমাত বেঙ্গালুরুর স্টার্টআপ সংস্থার তৈরি আত্মঘাতী স্কাইস্ট্রাইকার ড্রোনের, ত্রস্ত পাকিস্তান

Bengaluru startup's suicide Skystriker drone makes a splash on debut, Pakistan panics

Truth Of Bengal: অভিষেকেই ছক্কা হাঁকিয়ে পাকিস্তান সেনার হাড়ে দূর্বাঘাস গজিয়ে দেয় বেঙ্গালুরুর স্টার্টআপ সংস্থার তৈরি আত্মঘাতী স্কাইস্ট্রাইকার ড্রোন। পহেলগাঁওয়ের জঙ্গি হামলার বদলা নিতে গত ৭ মে মাঝরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় জঙ্গি ঘাঁটি ও প্রশিক্ষণ শিবির গুঁড়িয়ে দেয় ভারতীয় সশস্ত্র বাহিনী। স্থল, বায়ু ও নৌসেনার যৌথ অভিযানের নাম অপারেশন সিঁদুর। সেই সামরিক অভিযানে সেনা অত্যাধুনিক প্রযুক্তির স্ক্যালপ ক্ষেপণাস্ত্র, কামিকাজে ড্রোন, হ্যামার বোমার পাশাপাশি আত্মঘাতী স্কাইস্ট্রাইকার ড্রোন ব্যবহার করে।

অত্যাধুনিক প্রযুক্তির এই ড্রোন হল লয়েটেরিং মিউনিশন যা ভারত ও ইজরায়েল যৌথ ভাবে তৈরি করে। ২০২১ সাল থেকে তা অন্তর্ভুক্ত হয় সেনায়।

সূত্রের খবর, এই ড্রোন যৌথ ভাবে তৈরি করে ইজরায়েলের এলবিট সিক্যুরিটি সিস্টেমস ও পশ্চিম বেঙ্গালুরুর ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে অবস্থিত স্টার্টআপ সংস্থা আলফা ডিজাইন।

প্রতিটি স্কাইস্ট্রাইকার ড্রোন ৫-১০ কেজি ওজনের বিস্ফোরক বহন করতে পারে। কম উচ্চতায় অতর্কিতে হামলার ক্ষেত্রে আদর্শ এই ড্রোন কারণ ইলেকট্রিক প্রপালশন সিস্টেম আওয়াজ কম করে। ১০০ কিলোমিটার রেঞ্জের মধ্যে আকাশ থেকে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এরকম আত্মঘাতী স্কাইস্ট্রাইকার ড্রোনের অপর নাম হল কামিকাজে ড্রোন যা নিমেষে শত্রুপক্ষের ড্রোন, র্যাডার সিস্টেম ও জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিতে পারে। অপারেশন সিঁদুরে প্রথম বার ব্যবহার করা হয় স্কাইস্ট্রাইকার ড্রোন। দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রোনের হামলায় ছিন্নভিন্ন পাকিস্তান।

Related Articles