খেলা
Trending

কোথায় হবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল?

Where will the UEFA Champions League final?

The Truth of Bengal : উয়েফার তরফ থেকে ২০২৬ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যু ঘোষণা করা হল। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের পুসকাস এরিনা ২০২৬ সালে ইউসিএলের ফাইনাল আয়োজন করতে চলেছে। প্রথমবারের মতোন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে হাঙ্গেরিতে। আয়ারল্যান্ডের ডাবলিনে বুধবার উয়েফা কমিটির বৈঠকে এই সিধান্ত নেওয়া হয়েছে। ২০২৭ সালের টুর্নামেন্টের ফাইনালের বিষয়টি আপাতত সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত থাকছে। মিলানে এই ফাইনালটি অনুষ্ঠিত হবার কথা থাকলেও সান সিরোত স্টেডিয়ামে সংস্কারের কাজ চলার সম্ভাবনা রয়েছে।

২০২৩ সালে ইউরোপা লিগের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল ৬৭ হাজারের দর্শকাসন সম্পন্ন এই স্টেডিয়ামে। পুসকাস এরিনায় ২০২০ সালের ইউরো কাপের ম্যাচও অনুষ্ঠিত হয়েছিল। ২০২৬ ইউরোপা লিগের ফাইনাল ইস্তানবুলে হবে বলে জানিয়েছে উয়েফা। এছাড়াও ২০২৭ সালের ফাইনাল ইস্তানবুলের বেসিকতাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। উয়েফা আরও জানিয়েছে যে ২০২৭ সালের ফাইনাল ফ্র্যাঙ্কফুর্টে অনুষ্ঠিত হবে। অন্যদিকে, ২০২৬ সালের ইউরোপা কনফারেন্স লিগ ফাইনাল লিপজিগে অনুষ্ঠিত হবে। উয়েফার তরফে জানানো হয়েছে, ২০২৬ মহিলা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অসলোর উয়েভাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

Related Articles