খেলা

আইএসএলের ফিরতি ডার্বি ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা

Uncertainty surrounds ISL's return derby

Truth Of Bengal: আগামী ১১ জানুয়ারি আইএসএল-র ফিরতি ডার্বি ম্যাচ হওয়ার কথা থাকলেও, তা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। বিশেষ সূত্রের খবর, যুবভারতী ক্রীড়াঙ্গণে এই ডার্বি ম্যাচটি মোহনবাগানের হোম ম্যাচ। সেইমতো পুলিশ প্রশাসনের কাছে ক্লাবের পক্ষ থেকে যাবতীয় অনুমতি চাওয়া হলেও এখন অবধি তা মেলেনি প্রশাসনের কাছ থেকে। কাজেই বড় ম্যাচ ঘিরে তৈরি হয়েছে জটিলতা।

প্রসঙ্গত, ১২ জানুয়ারি পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে গঙ্গাসাগরে মেলা রয়েছে। সেই কারণে পর্যাপ্ত পুলিশ এবং বাস পাওয়া যাবে না। মেলা উপলক্ষ্যে দেশীয় পর্যটকদের পাশাপাশি বহু বিদেশি পর্যটকও আসেন। সেই কারণে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হয় পুলিশকে। আবার এদিকে ডার্বি ম্যাচ থাকায় যাতে মাঠে এবং মাঠের বাইরে যাতে কোনওরকম অঘটন না ঘটে তারজন্য পুলিশ প্রশাসনকে সদা সচেষ্ট থাকতে হয়।

পাশাপাশি মেলা উপলক্ষ্যে শহরে বাসের অভাব থাকবে। ফলে ডার্বি ম্যাচ দেখতে এসে পরিবহণ ব্যবস্থা ঠিকমত না পাওয়ার সম্ভাবনাও রয়েছে দর্শকদের। এইসব  কারণে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনওরকম ঝুঁকি নিতে রাজি নয়। তাই হয়তো এই ফিরতি ডার্বি ম্যাচ পিছিয়ে যাওয়ার সম্ভাবনাই খুব বেশি।

Related Articles