খেলা

Sai Sudharsan: ছোটবেলা থেকে ওয়াশিংটন সুন্দরই আমার আদর্শ : সাই সুর্দশন

সেই সিরিজের জন্য জাতীয় দলে স্থান পেয়েছেন সাই সুর্দশন

Truth of Bengal:  চলতি আইপিএল-এ গুজরাট টাইটান্সের হয়ে দুরন্ত ব্যাট করেছিলেন চেন্নাইয়ের তরুণ সাই সুর্দশন। দলনেতা শুভমনের সঙ্গে তাঁর জুটি ক্রিকেটপ্রেমীদের তো বটেই, মন কেড়ে নিয়েছিল ভারতীয় নির্বাচক কমিটির সদস্যদের। তাই আর দেরি করেননি তাঁরা। সামনেই ভারত ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ খেলবে। সেই সিরিজের জন্য জাতীয় দলে স্থান পেয়েছেন সাই সুর্দশন। বর্তমানে ইংল্যান্ডেই দলের সঙ্গে রয়েছেন সুর্দশন (Sai Sudharsan)। সেখান থেকেই বিসিসিআইকে একান্ত সাক্ষাৎকার দিলেন টিম ইন্ডিয়ার তরুণ এই ব্যাটার।

প্রত্যেকের কেউ না কেউ অনুপ্রেরণার ব্যক্তি থাকেন। যাঁকে দেখেই সামনে এগোনোর চেষ্টা করেন তাঁর ভবিষ্যতের উত্তরসূরীরা। ভারতীয় ক্রিকেট দলের তরুণ সদস্য সাই সুর্দশন-ও ব্যতিক্রম নন। এই বিষয়ে জানাতে গিয়ে সুর্দশন ( Sai Sudharsan) জানান, ‘ছোটবেলা থেকে যাঁর খেলা আমাকে প্রতিনিয়ত অনুপ্রেরণা যোগাত, তিনি আর কেউ নন, তিনি হলেন ওয়াশিংটন সুন্দর।’

[আরও পড়ুনঃ Malda Attack: ধারালো অস্ত্রের কোপে রক্তাক্ত পঞ্চায়েত সদস্যের স্বামী, প্রতিবাদ করায় হামলার অভিযোগ!]

ওয়াশিংটনের প্রসঙ্গে বলতে গিয়ে সুদর্শনের আরও সংযোজন, ‘ওয়াশিংটন আমার আর্দশের ক্রিকেটার এই কারণে, রাজ্য, থেকে জাতীয় দল পর্যন্ত যেভাবে ওর উত্থান এত দ্রুত হয়েছিল, যা দেখে অবাক হওয়ার মতোই। কাজেই ছোটবেলা তাঁকে কাছে পাওয়া, তাঁর সঙ্গে খেলর সুযোগ এগুলি সবই আমার কাছে বিশেষ অনুপ্রেরণার মত বলেই মনে হয়। বর্তমানে আমিও চাই সুন্দর ভাইয়ের মতো একইভাবে পারফরম্যান্স করতে।’

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

এদিকে সাই সুর্দশনের প্রশংসায় সমানভাবে উচ্ছ্বসিত হয়েছেন ওয়াশিংটন নিজেও। সুর্দশনের প্রশংসা করতে গিয়ে সুন্দর জানান, ‘সুর্দশন যেভাবে তাঁর ক্রিকেট ক্যারিয়ারে প্রতিনিয়ত উন্নতি করছে, তাতে চেন্নাইয়ের আগামী দিনের ক্রিকেটাররা সাই সুর্দর্শনকে দেখেও অনুপ্রাণীত হবেন। সুদর্শনের এই ধারাবাহিক উন্নতিতে শুধু আমি একা প্রশংসা করছি না, আমার বন্ধু থেকে শুরু করে এবং কোচই আমাকে সুর্দশনের উন্নতির প্রশংসার কথা বলেছেন।’

 

Related Articles