খেলা

ইউক্রেন যুদ্ধের জন্য প্যারালিম্পিকের আসরে নিষিদ্ধ রাশিয়া ও বেলারুশ

Russia and Belarus banned from Paralympics over Ukraine war

Truth Of Bengal, Mou Basu : ২৮ সেপ্টেম্বর থেকে প্যারিসে বসতে চলেছে প্যারালিম্পিকের আসর। চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের প্যারালিম্পিকে ইউক্রেন ১৪০ জন খেলোয়াড়ের দল পাঠিয়েছে। রাশিয়ার আক্রমণের মধ্যেও ইউক্রেনের ১৪০ জন খেলোয়াড় ১৭টি ইভেন্টে অংশ নেবেন। কিন্তু ইউক্রেনের খেলোয়াড়রা নিজেদের দেশের জাতীয় পতাকা বহন করতে পারলেও রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়রা নিজেদের দেশের জাতীয় পতাকা বহন করতে পারবেন না। তাঁদের নিউট্রাল ব্যানার নিয়ে প্যারালিম্পিকে অংশ নিতে হবে। তাঁরা প্যারালিম্পিকের সূচনা ও সমাপ্তি অনুষ্ঠানেও যোগ দিতে পারবেন না।

কারণ, ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার পর আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি রাশিয়া ও বেলারুশকে নিষিদ্ধ করে। বাহরেনে আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির বৈঠকে প্রথমে রাশিয়ার প্যারালিম্পিক কমিটিকে আজীবন নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয় ভোটাভুটির মাধ্যমে। পরে সেই সিদ্ধান্ত বদলে আংশিক ভাবে নিষিদ্ধ করার কথা বলা হয়। রাশিয়ার সহযোগী দেশ বেলারুশের প্যারালিম্পিক কমিটিকেও আংশিক ভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়। তাই এই ২ দেশের খেলোয়াড়রা নিউট্রাল বা নিরপেক্ষ, যুদ্ধে সমর্থন নেই এমন মনোভাব নিয়ে প্যারালিম্পিকে অংশ নেবেন।

Related Articles