
Truth Of Bengal: কৃষ্ণনগর স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া নদিয়া জেলার ক্রীড়া প্রতিযোগিতায় যে সমস্ত প্রতিযোগী প্রথম স্থান অর্জন করেছিল, তাঁরাই শালবনীতে অনুষ্ঠিত পরবর্তী প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পায়। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ অবধি।
এই ক্রীড়া প্রতিযোগিতায় জিমন্যাস্টিক্সের দু’টি বিভাগে নদিয়া জেলা থেকে অংশগ্রহণের সুযোগ পায় সংস্কৃতি সঙ্ঘের জিমন্যাস্ট অনুষ্কা সাহা এবং স্টেলা বিশ্বাস। এই দুই প্রতিযোগীই তাঁদের সেরা পারফরম্যান্স করে প্রথম দশে জায়গা করে নেয়। চাঁদুরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন মধ্য চাঁদুরিয়ায় স্টেলা বিশ্বাস স্টেলা প্রথম স্থান অর্জন করলেও অনুষ্কা অর্জন করে প্রথম স্থান।
শিমুরালি গার্লস প্রাইমারি স্কুলের ছাত্রী স্টেলার এই দুরন্ত পারফরম্যান্সের জন্য তাঁকে অভিনন্দন জানান স্কুলের প্রধান শিক্ষিকা মৌসুমি খান। ছাত্রীর প্রশংসা করে তিনি বলেন, ‘স্টেলা আমাদের স্কুলে তৃতীয় শ্রেণীর ছাত্রী। পড়াশোনায় মেধাবী। ওর আগামী দিনের সাফল্য কামনা করি।’ তবে এখানেই থেমে না থেকে আরও বড় সাফল্য পেতে চান বলে জানাতে ভুললেন না স্টেলাও।
ক্লাবের দুই সদস্যার সাফল্যে তাঁদের অভিনন্দন জানানো হয়েছে শিমুরালি সংস্কৃতি সঙ্ঘের পক্ষ থেকেও। এদিকে স্টেলার সাফল্যে দারুণ খুশি হয়ে কোচ পার্থসারথি রায় বলেন, ‘স্টেলা জীবনে আরও উন্নতি করবে বলে আমার আশা। শিমুরালি সংস্কৃতি সংঘের পক্ষ থেকে স্টেলাকে সংবর্ধনা দেবো যাতে ভবিষ্যতে আরও উন্নতি করতে পারে।