খেলা

আধজডন গোল হজম ইন্টার মায়ামির

Messi vs Ronaldo

The Truth of Bengal: মেসি বনাম রোনাল্ডোর ম্যাচ দেখার জন্য গোটা পৃথিবীর ফুটবলপ্রেমীরা অপেক্ষায় ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত মেসি বনাম রোনাল্ডোকে দেখা যায়নি। ম্যাচের কয়েক ঘন্টা আগেই খবর প্রকাশ্যে আসে রোনাল্ডোর চোট রয়েছে। ফলত তিনি এই যে ম্যাচ সেই ম্যাচে অংশগ্রহণ করতে পারবেন না। রোনাল্ডোকে দেখা গেছে একেবারে দর্শকের ভূমিকায়।

যখন একের পর এক গোল করে দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে রোনাল্ডোর সতীর্থরা সেই মুহূর্তে রোনাল্ডো  দর্শকের ভূমিকাতে বসে রীতিমতো লাফিয়ে উদযাপন শুরু করছিলেন। যা ভাইরাল সোশ্যাল সাইটে।  যে ম্যাচ দেখার জন্য সমর্থকদের উত্তেজনার পারদ চড়েছিল সেই ম্যাচে মায়ামি আল নাসেরের এর কাছে হেরে গেছে ।খেলার বয়স যখন ৭৩ মিনিট তখন ইন্টার মায়ামি ৬-০ গোলে পিছিয়ে। গোল আর শোধ করতে পারেনি মায়ামি। ফুটবল বিশ্বে যেমন রোনাল্ডোর প্রচুর ভক্ত রয়েছে তেমন মেসিরও প্রচুর ভক্ত রয়েছে।

এক্ষেত্রে আর সেই উত্তেজনা দেখা যায়নি। ৮৩ মিনিটে মেসি যখন নেমেছিলেন তখন আধডজন গোল হজম হয়ে গেছে মায়ামির। তারপর  এক গোলও করতে পারেনি মায়ামি। রোনাল্ডোর সমর্থকরা ভেবেছিলেন রোনাল্ডো যেহেতু নামছেন না তাই হয়তো দল গোল করে উঠতে পারবে না। ম্যাচের দ্বিতীয়ার্ধেও ১২ মিনিটে তিন গোল করেছে আল নাসের। এর আগে ৩৫ বার মেসির রোনাল্ডোর মহা ম্যাচ দেখেছে ফুটবল বিশ্ব এবারও দেখার অপেক্ষায় থাকলেও সেটা আর হয়নি।

Related Articles