খেলা

লা-লিগার ম্যাচে এমবাপের জোড়া গোলে ভ্যালেন্সিয়াকে হারাল রিয়াল

এমন পরিসংখ্যান দেখে স্বাভাবিক বোঝা যায়, কতটা ছন্দে নিজের দলকে রাখতে পেরেছেন জ্যাবি।

Truth Of Bengal: রিয়ালের কোচ হিসেবে হটসিটে জ্যাবি আলান্সোর মেয়াদকাল খুব বেশি হয়নি। কিন্তু তাঁর হাত ধরেই যে মাদ্রিদের ক্লাবটি যে চলতি মরসুমে এত ভাল শুরু করেছে যা বিগত ছয় দশকের মধ্যেও রিয়ালের তারকা কোচেরাও করে দেখাতে পারেননি। মোট ১৪ ম্যাচে রিয়াল ইতিমধ্যেই ১৩টি ম্যাচে জয় হাসিল করে নিয়েছে। লা লিগাতে ১১টি ম্যাচের মধ্যে ১০টি ম্যাচে জয় রিয়ালের। চ্যাম্পিয়ন্স লিগে ৩টি ম্যাচের ৩টিতেই জয়। এমন পরিসংখ্যান দেখে স্বাভাবিক বোঝা যায়, কতটা ছন্দে নিজের দলকে রাখতে পেরেছেন জ্যাবি।

গত শনিবার লা লিগার ম্যাচে রিয়াল ৪-০ গোলের ব্যবধানে পরাজিত করল ভ্যালেন্সিয়াকে। রিয়ালের হয়ে জোড়া গোল করলেন কিলিয়ান এমবাপে। বাকি দুটি গোল বেলিংহ্যাম ও আলভারো কেয়ার্স। জ্যাবির দল তাদের প্রথম গোল পায় ম্যাচের ৯ মিনিটের মাথায়। কিলিয়ান এমবাপে পেনাল্টি থেকে গোল করেন ফরাসি স্ট্রাইকার।

তারপর বেশ কিছুটা সময় গোলের আক্রমণ তুলেও গোলের দেখা পাচ্ছিল না মাদ্রিদের ক্লাবটি। অবশেষে ম্যাচের ৩১ মিনিটে রিয়াল তাদের দ্বিতীয় গোলটি তুলে নেয়। এবারও স্কোরশিটে নাম তোলেন ফরাসি স্ট্রাইকার। জ্যাবির দল তৃতীয় গোল পায় বিরতির ঠিক আগে। রিয়ালের হয়ে গোল করেন জুডে বেলিংহ্যাম।

নির্ধারিত সময়ের ম্যাচ শেষ হওয়ার আট মিনিট আগে ভ্যালেন্সিয়ার কফিনে শেষ পেরেঁকটি পুঁতে দেন আলভারো। ম্যাচে জয়ের পর পয়েন্ট টেবিলের শীর্ষেই রইল রিয়াল। তাদের সংগ্রহ ১১ ম্যাচে ৩০ পয়েন্ট। তাদের চির প্রতিদ্বন্দ্বী দল বার্সেলোনা রয়েছে ৩ নম্বর স্থানে। কাতালানদের সংগ্রহ ১০ ম্যাচে ২২ পয়েন্ট।

Related Articles