খেলা

সোনায় মোড়া আইফোন শাহিনকে উপহার লাহোর কুলন্দার্সের

Lahore Qalandars gift gold-plated iPhone to Shaheen

Truth Of Bengal: এই মুহূর্তে ভারতে যেমন চলছে আইপিএল, ঠিক তেমনই পাকিস্তানে চলছে পাকিস্তান সুপার লিগ টুর্নামেন্ট। সেই টুর্নামেন্ট এখন মাঝপথে। তার মাঝেই এক দারুণ উপহার পেলেন পাকিস্তানের পেসার তথা লাহোর কুলন্দার্স দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। ইস্টার উদযাপনের দিনে তাঁর হাতে এই অভিনব উপহার তুলে দিলেন লাহোর কুলন্দার্সের কর্তৃপক্ষ।

শাহিনের হাতে এই পুরস্কার তুলে দিয়ে লাহোর কুলন্দার্স ক্লাব কর্তৃপক্ষ একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এবং সেখানেই দেখা যায়, একটি বাক্স শাহিনের হাতে তুলে দেওয়া হচ্ছে। এবং তারপরই দেখা যায় ওই বাক্সটিতে রয়েছে সোনায় মোড়া এক আইফোন প্রো ১৬। দলের কাছ থেকে এমন সুন্দর উপহার পেয়ে অভিভূত পাক পেসার নিজেও।

এই প্রসঙ্গে লাহোর কুলন্দার্স দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আমাদের দলের অধিনায়ক এমন উপহারের যোগ্য বলেই আমরা মনে করেছি। তাই তাঁর হাতে এমন উপহার তুলে দিতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত।’

উল্লেখ্য, পিএসএল-র ম্যাচগুলিতে যে সমস্ত ক্রিকেটাররা ম্যাচের সেরা নির্বাচিত হন তাঁদের হেয়ার ড্রায়ার বা দাঁড়ি কামানোর যন্ত্র উপহার স্বরূপ দেওয়া হয়। এবার সেখানে শাহিনকে এত দামি মূল্যের উপহার দেওয়ায় স্বাভাবিকভাবেই অবাক হয়েছেন সকলে।

Related Articles