টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিদায় নিলেন কেন উইলিয়ামসন
মোট ৯৩টি ম্যাচ খেলে এই রান করেছিলেন কিউয়িদের প্রাক্তন অধিনায়ক।
Truth Of Bengal: এবার থেকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে আর খেলতে দেখা যাবে না নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসনকে। দেশের ভবিষ্যতের তরুণ ক্রিকেটারদের উদ্দেশে জায়গা ছেড়ে দিতেই তিনি এমন সিদ্ধান্ত নিলেন।
কেন তাঁর দেশ নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারী ক্রিকেটার। এই ফরম্যাটের ক্রিকেটে কেনের অভিষেক হয়েছিল ২০১১ সালে। তাঁর মোট রান ২,৫৭৫। মোট ৯৩টি ম্যাচ খেলে এই রান করেছিলেন কিউয়িদের প্রাক্তন অধিনায়ক। কেন দীর্ঘদিন ব্ল্যাক প্যান্থার্সদের হয়ে ক্রিকেটের তিন ফরম্যাটেই অধিনায়কের গুরু দায়িত্ব পালন করেছিলেন। টি-টোয়েন্টি ক্রিকেটে কেন ৭৫টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর অধিনায়কত্বেই নিউজিল্যান্ড ২০১৬ ও ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে এবং ২০২১ সালের ফাইনালেও খেলার যোগ্যতা অর্জন করেছিল।
টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়ে কেন সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘ক্রিকেট আমার অত্যন্ত প্রিয় খেলা। এবং সেই খেলার অংশ হতে পেরে আমার দারুণ অনুভূতি ও অভিজ্ঞতা অর্জন করেছি। এর জন্য আমি কৃতজ্ঞ সকলের কাছে। অনেক ভেবে দেখলাম, অবসর নেওয়ার এটাই সঠিক সময়। সে কারণে আর বেশি দেরি না করে এই ফরম্যাটের ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিলাম।’


