খেলা

প্যারিসের প্যারালিম্পিকের আসরে কোন কোন ইভেন্টে অংশ নেবেন ভারতীয় খেলোয়াড়রা

Indian athletes will participate in some events at the Paris Paralympics

Truth Of Bengal, Mou Basu : আগামী ২৮ আগস্ট থেকে প্যারিসে প্যারালিম্পিকের আসর বসবে। ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে খেলার মহাযজ্ঞের আসর। এবারের প্যারালিম্পিকের আসরে ১২টি ইভেন্টে অংশ নেবেন ৮৪ জন ভারতীয় খেলোয়াড়। এরমধ্যে ৩২ জন মহিলা। গতবারের টোকিও প্যারালিম্পিকে ১৯টি পদক জিতেছিলেন ভারতের খেলোয়াড়রা। এবারের প্যারালিম্পিকে ভারতীয় খেলোয়াড়রা প্যারা সাইক্লিং, প্যারা রোয়িং, ব্লাইন্ড জুডো বা দৃষ্টিহীনদের জুডোর মতো ইভেন্টে অংশ নেবেন।

প্যারালিম্পিকের মতো আন্তর্জাতিক মঞ্চে প্যারা সাইক্লিংয়ে ডেব্যু করবেন ভারতের আরশাদ শেখ। অন্ধ্রপ্রদেশের এই খেলোয়াড় এশিয়ান রোড প্যারা সাইক্লিং চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন। এশিয়ান ট্র্যাক সাইক্লিং চ্যাম্পিয়নশিপেও সোনা জেতেন আরশাদ। প্যারা রোয়িংয়ে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অন্ধ্রপ্রদেশের কে নারায়ণ। ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এই জওয়ান জম্মু-কাশ্মীরে ল্যান্ডমাইন বিস্ফোরণে নিজের বাঁ পা হারান। হাঁটুর নীচ থেকে বাদ যায় তাঁর পা। প্রতিকূলতা সত্ত্বেও ভেঙে পড়েননি তিনি। খেলার আসরে দেশের নাম স্বর্ণাক্ষরে লিখতে প্রস্তুত প্রাক্তন সেনানী।
তেমনই হরিয়ানার প্যারা অ্যাথলিট কোকিলা কৌশিকলাতে ভারতের হয়ে দৃষ্টিহীনদের জুডো অংশ নেবেন। তিনি ২০২২ সালে চিনের গুয়াংঝুতে হওয়া এশিয়ান প্যারা গেমসে মহিলাদের জুডোতে ব্রোঞ্জ জিতেছিলেন।

টোকিও প্যারালিম্পিকে ভারত ৫টা সোনা জিতেছিল। ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছিলেন অবণী লেখরা। তিনি এবারও প্যারালিম্পিকে অংশ নিচ্ছেন। প্যারালিম্পিকে ভারতীয় মহিলাদের মধ্যে প্রথম সোনা জেতেন অবণীই। টোকিও প্যারালিম্পিকে সোনা জিতেছিলেন জ্যাভলিন থ্রোয়ার সুমিত আন্তিলও। ২ বারের বিশ্বচ্যাম্পিয়ন এবারও প্যারালিম্পিকে নামবেন। টোকিও প্যারালিম্পিকে ভারতের হয়ে তীরন্দাজিতে প্রথম বার পদক জেতা হরবিন্দর সিং ২টি ইভেন্টে অংশ নেবেন।

ভারতের হয়ে প্যারালিম্পিকে প্রথম বার পদক জেতা টেবিল টেনিস খেলোয়াড় ভবিনা প্যাটেলও মহিলাদের সিঙ্গল ও ডাবলসে অংশ নেবেন। তীরন্দাজিতে ভারতের ৩ জন পুরুষ ও ৩ জন মহিলা খেলোয়াড় অংশ নেবেন। এছাড়াও জ্যাভলিন, দৌড়, ডিসকাস থ্রো, হাইজাম্প, শটপুট, ক্লাব থ্রো, প্যারা ব্যাডমিন্টন, প্যারা নৌকা বাইচ, প্যারা সাইক্লিং, দৃষ্টিহীনদের জুডো, প্যারা ভারোত্তোলন, প্যারা রোয়িং, প্যারা শ্যুটিং, প্যারা সাঁতার, প্যারা টেবিল টেনিস, প্যারা তাইকোন্ডোতে অংশ নেবেন ভারতীয় খেলোয়াড়রা।

Related Articles