
The Truth of Bengal: দিনটা ভারতের । লঙ্কা বনের দিন । গতবছরের ইতিহাস বদলানোর দিন । আর এ দিনটা মহম্মদ সিরাজের। এশিয়া কাপের ফাইনালে ৬ উইকেট নিলেন সিরাজ। শ্রীলঙ্কার ইনিংস শেষ হয়ে গেল ৫০ রানে। সামনেই বিশ্বকাপ । আর তার আগে এশিয়া কাপ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল রোহিত শর্মারা । রবিবারের দুপুরটা ভাল কাটল ভারত বাসীর ।ছুটির মেজাজে জয় উপভোগ করলেন তারা । সকলে টিভির সামনে বসেছিলেন আয়েশ করে ম্যাচ উপভোগ করার জন্য। কিন্তু টসের পরেই বৃষ্টি শুরু হয়ে যায়।
খেলা ঠিক সময়ে শুরু করা যায়নি। ৪০ মিনিট পরে শুরু হয় খেলা। শ্রীলঙ্কার সমর্থকদের জন্য টিভি বন্ধ করার ব্যবস্থা সিরাজ করে দিয়েছিলেন ম্যাচের চতুর্থ ওভারেই। সেই ওভারেই চার উইকেট তুলে নেন তিনি। প্রথম ওভারে যশপ্রীত বুমরা একটি উইকেট নিয়েছিলেন। পরের ওভারে কোনও রান দেননি সিরাজ। শুরুটা ভাল হয়েছিল ভারতের। সেটাকে আরও ভাল করে দিলেন সিরাজ।এশিয়া কাপের ফাইনাল ম্যাচে টস জিতে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। রোহিত শর্মা জানিয়েছিলেন যে শুরুর দিকেই তিনি বেশ কয়েকটা উইকেট শিকার করতে চান।
সিরাজ যে তাঁর এই কথাটা এতটা সিরিয়াসলি নেবেন, সেটা বোধহয় কেউ কল্পনাও করতে পারেননি। এই ম্যাচে ৪ উইকেট শিকারের পরও থেমে যাননি মহম্মদ সিরাজ। এরপর ৫.৪ ওভারে তিনি শ্রীলঙ্কা ক্রিকেট দলের অধিনায়ক দাসুন শনকার উইকেটটা তুলে নেন। শনকা এই ম্যাচে রানের খাতা খুলতেই পারলেন না। পাশাপাশি কুশল মেন্ডিসের উইকেটও তিনি নিজের পকেটে পুরে ফেললেন। এই পরিস্থিতিতে তিনি আর কোনও উইকেট শিকার করতে পারেন কি না, সেইদিকে আপাতত নজর থাকবে।