খেলা

সেমিফাইনালে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড, কোন দলকে এগিয়ে রাখছেন বিশ্লেষকেরা

India-New Zealand

The Truth of Bengal: মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে  প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত নিউজিল্যান্ড। নটা ম্যাচের নটিতে জয় পেয়ে শীর্ষে ভারত। কিন্তু গত বিশ্বকাপে ৮ উইকেটে ভারতকে পরাজিত করেছিল নিউজিল্যান্ড। কিউই দের হালকাভাবে নিচ্ছে না টিম ভারত। তবে ভারতের অ্যাডভান্টেজ মিডিল ওভারে তাদের পারফরম্যান্স।

যা দিয়ে অনায়সে সেমিফাইনাল জয় অব্যাহত থাকবে ভারতের ।এমনটাই আশাবাদী প্রাক্তন খেলোয়াড় সংবরণ বন্দ্যোপাধ্যায় এর। টসে জিতে যে দল ব্যাট করার সিদ্ধান্ত নেবেন সেই  দলের বাড়তি অ্যাডভান্টেজ পাবেন স্পেস বোলাররা।

কারণ সন্ধ্যের দিকে মুম্বাইয়ে স্টেডিয়ামে সমুদ্রের হাওয়া বয় যা বাড়তি সুবিধা করে দেয় স্পেস বোলারদের।বিশ্বকাপে নিজেদের পারফরমেন্স ধরে রাখতে পেরে সেমিফাইনাল ম্যাচ নিয়ে খানিকটা আত্মবিশ্বাসী ভারত।

Free Access

Related Articles