দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচনে পরাজিত কীর্তি, জয় রোহনের
Delhi Cricket Association election defeat feat, Joy Rohan

Truth Of Bengal: অনেক আশা নিয়ে এবার দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচনে লড়াই করেছিলেন প্রাক্তন ক্রিকেটার ও বর্তমান সাংসদ কীর্তি আজাদ। কিন্তু তাঁর সেই আশা পূরণ হল না। রাজধানীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচনে পরাজিত হলেন কীর্তি। প্রয়াত কেন্দ্রীয়মন্ত্রী অরুন জেটলির ছেলে রোহনের কাছেই শেষ পর্যন্ত হার স্বীকার করতে হল রাজনীতিতে পোড় খাওয়া এই সাংসদকে।
দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের ক্ষমতায় আসার জন্য দরকার ছিল ১২,০৭ ভোট। তার মধ্যে ১, ৫৭৭টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রোহন জেটলি। অন্য দিকে কীর্তি আজাদ পেয়েছেন মোট ৭৭৭টি ভোট। এবারের নির্বাচনে জয়ের সঙ্গে সঙ্গেই এই নিয়ে দ্বিতীয়বার রাজধানীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের মসনদে বসলেন অরুণপুত্র।
অরুণ জেটলি প্রয়াত হলে ২০২০ সালে প্রথমবার রাজধানীর ক্রিকেট অ্যাসোসিয়েশনে আত্মপ্রকাশ করেছিলেন রোহন। প্রথমবার এসেই বিনা প্রতিদ্বন্দ্বীয় জয় লাভ করেছিলেন তিনি। ২০২১ সালে রোহন পরাজিত করেন বিকাশ সিংকে।
এদিকে জয় শাহ আইসিসি-তে চলে যাওয়ার পরে অনেকেই ভেবেছিলেন রোহনকে হয়ত বিসিসিআই-এ জয় শাহের ছেড়ে যাওয়া আসনে বসতে দেখা যাবে। কিন্তু জল্পনা বাস্তবে রূপ না পেলেও, দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয়লাভ করে ক্ষমতা দখল করলেন তিনি।
প্রসঙ্গত, রোহনের পাশাপাশি দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি পদে নির্বাচিত হলেন শিখা কুমার। এবং সচিব পদে নির্বাচিত হয়েছেন হরিশ সিংগলা। অমিত গ্রোভার নির্বাচিত হয়েছেন যুগ্মসচিব পদে।