ঝাড়গ্রামের অনিমেষের সোনা জয়ে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী
Chief Minister excited over Jhargram's Animesh winning gold

Truth of Bengal: আবার বাংলার মুকুটে যুক্ত হল গর্বের পালক। সাফল্যের শিখরে জায়গা করে নিলেন ঝাড়গ্রামের বেঙ্গল আর্চারি অ্যাকাডেমির তিরন্দাজ অনিমেষ রায়। গুজরাটে অনুষ্ঠিত ৬৮তম ন্যাশনাল স্কুল গেমস ২০২৪-এ অনূর্ধ্ব-১৯ বিভাগে ইন্ডিয়া রাউন্ড ইভেন্টে সোনার পদক জয় করেছে অনিমেষ। এই সাফল্যের জন্য অনিমেষকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।জঙ্গলমহলের মানুষও এই সাফল্যে বেশ খুশি।
গুজরাটে অনুষ্ঠিত ৬৮তম ন্যাশনাল স্কুল গেমস ২০২৪-এ অনূর্ধ্ব-১৯ বিভাগে ইন্ডিয়া রাউন্ড ইভেন্টে ঝাড়গ্রামের বেঙ্গল আর্চারি একাডেমি-র তিরন্দাজ অনিমেষ রায় সোনার পদক জয় করেছে। ওর এই সাফল্যের জন্য অনিমেষকে আন্তরিক অভিনন্দন জানাই।
অনিমেষের মতো বাংলার প্রতিভাবান তরুণ-তরুণীদের খেলাধুলার…
— Mamata Banerjee (@MamataOfficial) November 17, 2024
সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লিখেছেন, অনিমেষের মতো বাংলার প্রতিভাবান তরুণ-তরুণীদের খেলাধুলার সুযোগ করে দিতে ঝাড়গ্রামের আর্চারি অ্যাকাডেমি সহ বাংলার বিভিন্ন জায়গায় ফুটবল, ব্যাডমিন্টন, টেনিস, সাঁতার ইত্যাদির জন্য মোট ৮টি অ্যাকাডেমি আমাদের সরকারই তৈরী করেছে। এটা আমার গর্ব। একদিন এইসব জায়গা থেকে ছেলেমেয়েরা অলিম্পিকে যাবে, দেশের মুখ উজ্জ্বল করবে – এই প্রত্যাশা আমি রাখি।
এর আগে এশিয়ান ইউথ আর্চারি চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধিত্ব করেন বাংলার ছেলে জুয়েল সরকার। হরিয়ানায় অনুষ্ঠিত অ্যাসেসমেন্ট ট্রায়ালে প্রথম স্থান অধিকার করে ইন্ডিয়ান জুনিয়র রিকার্ভ টিমে সদস্য হন জুয়েল।মালদার জুয়েলের মতোই অনিমেষও মুখ উজ্বল করলেন। বিশ্বের দরবারে ভারতের নাম উজ্জ্বল করার যাঁরা স্বপ্ন বুনছেন তাঁদের স্বপ্ন ছোঁয়ার পথে এগিয়ে দিচ্ছে রাজ্য সরকার।মুখ্যমন্ত্রী নিজেও বিরসা মুন্ডার জন্মবার্ষিকীতে অলিম্পিকে সোনা জয়ের স্বপ্ন ছোঁয়ার কথা বলেন।এখন উদীয়মান তিরন্দাজরা সেই পথে এগিয়ে যেতে চায়।