ব্রিজভূষণের বাড়িই এখন কুস্তি ফেডারেশনের অস্থায়ী অফিস
Brijbhushan's house is now the temporary office of the Wrestling Federation

Truth Of Bengal: মহিলা কুস্তিগীর সঙ্গে যৌন হেনস্তার গুরুতর অভিযোগ উঠেছিল ব্রিজ ভূষণ সরণ সিংয়ের বিরুদ্ধে। যা নিয়ে তোলপাড় হয়ে উঠেছিল গোটা দেশ। বজরং পুনিয়া, সাক্ষি মালিক, ভিনেশ ফোগটরা আন্দোলনে বসেছিলেন দিল্লির যন্তর-মন্তরে। এরপর যমুনা দিয়ে বহু জল বয়ে গিয়েছে। এখন ব্রিজভূষণ আর কুস্তি ফেডারেশনের সভাপতি প্রধান নন। কিন্তু প্রধান না হলে কি হবে, তাঁর বাড়িতেই এখন কুস্তি ফেডারেশনের অফিস করা হয়েছে। এমনটাই জানা গিয়েছে সংবাদমাধ্যম সূত্রে।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, ব্রিজভূষণের বাড়িতে ভারতীয় কুস্তি ফেডারেশনের অফিস বদল হওয়ার প্রসঙ্গে ওই সংস্থার কর্মী জানান, ‘প্রাক্তন সভাপতির নয়াদিল্লির হরি নগরের বাড়িতে স্থানান্তরিত হলেও তা নিতান্তই সাময়িক সময়ের জন্য। আগামী বসন্ত পঞ্চমীর দিনেই কনট প্লেসে সংস্থার নতুন অফিস উদ্বোধন হবে। তখন ভারতীয় কুস্তি ফেডারেশনের যাবতীয় কাজকর্ম নতুন অফিস থেকেই পরিচালনা করা হবে।’
ভারতীয় কুস্তি ফেডারেশনের অফিস কেন তাঁর বাড়িতে স্থানান্তরিত করা হল এই প্রসঙ্গে প্রাক্তন সভাপতি জানান, ‘কুস্তি নিয়ে আমি কোনও কথাই বলব না। তাঁর এই বাড়িতে যাঁরা আসেন, তাঁদের সঙ্গে তিনি রাজনীতি নিয়েই কথাবার্তা বলেন। কেননা সামনেই দিল্লি ও উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন রয়েছে। সেই বিষয়ে রাজনৈতিক কর্মসূচি নিয়েই তাঁদের মধ্যে আলোচনা হয়। ভারতীয় কুস্তি ফেডারেশন তাদের অফিস কোথায় করবে এটা আমার জানার বিষয় নয়। বিষয়টা পুরোপুরি ঠিক করবে ফেডারেশনের বর্তমান কর্তারাই।’
প্রসঙ্গত, মহিলা কুস্তিগীরদের সঙ্গে শারীরীক নিগ্রহের গুরুতর অভিযোগ উঠেছিল ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে। এমনকি তাঁর অপশাসনও দাবি করেছিলেন বজরং পুনিয়া, ভীনেশরা। বর্তমানে ব্রিজভূষণের বিরুদ্ধে মামলাও চলছে দিল্লি কোর্টে।
এদিকে ব্রিজভূষণের বাড়িতে ভারীয় কুস্তি ফেডারেশন অফিস স্থানান্তরিত হওয়ায় বিশেষজ্ঞরা মনে করছেন যে, ব্রিজভূষণ ভারতীয় কুস্তি ফেডারেশনের সঙ্গে এখন সরাসরি যুক্ত না থাকলেও, ফেডারেশনে তাঁর প্রভাব যথেষ্ট রয়েছে। এই ঘটনা তারই প্রমাণ।