খেলা

বিশ্বকাপ ফাইনাল হওয়ার আগেই ঘটল অঘটন! আচমকাই অধিনায়ক পদ ত্যাগ করলেন ১ নম্বর ক্রিকেটার

Babar Azam

The Truth of Bengal: বিশ্বকাপ চলছে। কিন্তু বিশ্বকাপ থেকে মাঝপথেই ছিটকে গিয়েছে পাকিস্তান। তার পরেই পাকিস্তানের ঘরে বাইরে লাগাতার সমালোচিত হয়ে শেষ পর্যন্ত সমস্ত ফরমেটের ক্রিকেট থেকেই পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কত্ব ছেড়ে দিলেন বাবর আজম। যদিও বেশ‌ কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল বাবর পদত্যাগ করবেন। পিসিবি কর্তারাও অখুশি তার পারফরমেন্সে। ফলত, বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারেনি পাকিস্তান। এমন অবস্থায় পদত্যাগ করলেন বাবর। ইংল্যান্ডের কাছে হার, এবং আরও অনেক অঙ্কে সেমিফাইনালের আগেই ছিটকে গিয়েছে বাবর আজমের পাকিস্তান। দেশে তাই বিক্ষোভের মুখে বাবর।

সবাই দোষারোপ করছেন তাঁকে ও তাঁর ক্যাপটেন্সিকে। বিশ্বকাপে মাত্র চারটি ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান। কয়েকটা ম্যাচ বাদ দিলে বাবরের নিজের পারফরম্যান্সও ভালো ছিল না। দেশে ফিরে কড়া সমালোচনার মুখে পড়েন তিনি। তাই আর দায়িত্ব নিতে চাইছিলেন না বাবর। সোশ্যাল মিডিয়ায় পোষ্টের মাধ্যমে বাবর জানিয়েছেন, “আমি খুব ভালো করে মনে করতে পারি, ২০১৯ সালে যখন পিসিবি আমাকে পাকিস্তান ক্রিকেট দলের নেতৃত্ব হাতে তুলে দিয়েছিল। গত চার বছর ধরে আমি অনেক উত্থান পতনের অভিজ্ঞতার সাক্ষী হয়েছি”।

বাবর আরও বলেন, “আমি মনপ্রাণ দিয়ে আমি পাকিস্তান ক্রিকেটের সম্মান রক্ষা করতে চেয়েছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সাদা বলের ক্রিকেটে এক নম্বর স্থান দখল করতে সমর্থ হয়েছি আমরা। কোচ, সাপোর্ট স্টাফ সবাইকে তার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই। কিন্তু বিশ্বকাপ আমাদের হতাশ করেছে। সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন, কিন্তু তাও আমাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে। সব ধরনের ফরম্যাট থেকে আমি পাকিস্তান অধিনায়কের পদ থেকে সরে যাচ্ছি। তবে একজন সাধারন ক্রিকেটার হিসেবে আমি সব ধরনের ক্রিকেটে এখনও খেলব। নতুন ক্যাপ্টেনকে সর্বতোভাবে সাহায্য করার চেষ্টা করব আমার অভিজ্ঞতা দিয়ে”।

Free Access

Related Articles