খেলাটি২০ বিশ্বকাপ

T20 বিশ্বকাপে ওমানের বিরুদ্ধে সহজ জয় অস্ট্রেলিয়ার

Australia's easy win over Oman in T20 World Cup

The Truth of Bengal: T20 বিশ্বকাপ ২০২৪ এর বৃহস্পতিবার ওমানের বিরুদ্ধে খেলতে নামে অস্ট্রেলিয়া। এই ম্যাচে ওমানকে ৩৯ রানে হারিয়েছে মিচেল মার্শের দল। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৬৪ রান করে। জবাবে ওমান ২০ ওভারে নয় উইকেটে মাত্র ১২৫ রান তুলতে পারে। এই ম্যাচে হাফ সেঞ্চুরি করেন ডেভিড ওয়ার্নার ও মার্কাস স্টইনিস।

ওমানের বিপক্ষে অসামান্য খেলেন মার্কাস স্টইনিস। প্রথমে ব্যাট হাতে দিন বাঁচালেন, তারপর বল নিয়ে বিপক্ষ দলের ব্যাটিং অর্ডার ধ্বংস করলেন। এই ম্যাচে ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলেন এই তারকা খেলোয়াড়। তার ব্যাট থেকে এসেছে দুটি চার ও ছয়টি ছক্কা। একই সঙ্গে স্টইনিসও নেন তিন উইকেট। এর মাধ্যমে তিনি চতুর্থ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের এক ম্যাচে ৫০+ রান এবং তিন উইকেট নেন। তার আগে ২০০৯ সালে ভারতের বিপক্ষে এই কীর্তি করেছিলেন ডোয়াইন ব্রাভো। তিনি ৬৬ রানের অপরাজিত ইনিংস খেলেন এবং চার উইকেট নেন।

ওমানের দল ৯ উইকেটে ১২৫ রান করতে পারে। এই ম্যাচে তার শুরুটা ছিল ধাক্কা দিয়ে। প্রথম ওভারের তৃতীয় বলে প্রতীক আথাওয়ালেকে এলবিডব্লিউ আউট করেন মিচেল স্টার্ক। এই ম্যাচে বিশেষ কিছু করতে পারেনি ওমানের ব্যাটিং অর্ডার। অয়ন খান ছাড়া আর কোনো ব্যাটসম্যান খেলেতে পারেননি। তিনি ৩৬ রান করেন। তবে ১৬তম ওভারে জাম্পা তাকে নিজের শিকারে পরিণত করেন। এই ম্যাচে আকিব ইলিয়াস ১৮ রান, জিশান মাকসুদ ১, খালিদ কাইল ৮, শোয়েব খান ০, মেহরান খান ২৭, শাকিল আহমেদ ১১ রান করতে পারেন। যেখানে কালেমুল্লাহ ও বিলাল খান যথাক্রমে ৬ ও ১ রান করে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার পক্ষে স্টইনিস তিনটি এবং স্টার্ক, এলিস ও জাম্পা দুটি করে উইকেট নেন।

টস হেরে প্রথমে ব্যাট করতে আসা অস্ট্রেলিয়া প্রথম ধাক্কা পায় ১৯ রানের স্কোরে। ট্র্যাভিস হেডকে আউট করেন বিলাল খান। তিনি মাত্র 12 রান করতে পারেন। এর পর মেহরান খান সর্বনাশ করেন। নবম ওভারে টানা দুই বলে দুটি বড় উইকেট নেন তিনি। প্রথমে ক্যাপ্টেন মার্শকে প্যাভিলিয়নে পাঠান মেহরান। তিনি মাত্র 14 রান করতে পারেন, এরপর আকিবের বলে গ্লেন ম্যাক্সওয়েলকে ক্যাচ দেন বোলার। খাতা না খুলেই আউট হয়ে যান তিনি। এরপর দায়িত্ব নেন স্টোইনিস ও ওয়ার্নার। দুজনের মধ্যে একশর বেশি রানের জুটি ছিল যা ভাঙেন কলিমুল্লাহ। ওপেনার ওয়ার্নারকে আউট করেন তিনি। তিনি এক ছক্কার সাহায্যে ৫৬ রান করতে সক্ষম হন এবং মার্কাস স্টইনিস ৩৫ বলে ৬৬ রান করার পর অপরাজিত থাকেন। একই সঙ্গে ১০ রান করে আউট হন টিম ডেভিড। ওমানের হয়ে মেহরান ২টি এবং বিলাল ও কলিমুল্লাহ ১টি করে উইকেট নেন।

Related Articles